ঘটনা সূচী

অস্ট্রেলিয়ায় রবীন্দ্রনাথ শ্রদ্ধার্ঘ্য তাঁর সার্ধশত জন্মবার্ষিকীতে

150rab1

সি ড নি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মজয়ন্তী উদযাপন করল বাংলা একাডেমী অস্ট্রেলিয়া। সিডনির হাতেগোনা শুদ্ধ সংস্কৃতির চর্চা ও পরিচালিত ভাষা-সংস্কৃতি ভিত্তিক সংগঠনগুলোর মধ্যে বাংলা একাডেমী অস্ট্রেলিয়া অন্যতম। একাডেমীর প্রাণপুরুষ আনোয়ার আকাশের ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতার ফসল বাংলা একাডেমী অস্ট্রেলিয়া আজ আপন মহিমায় সমুজ্জ্বল। গত ৭ আগস্ট প্যারামাটা টাউন হলে একাডেমী আয়োজন করেছিল রবীন্দ্র স্মরণ গীতি-নৃত্য আলেখ্য। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন রবীন্দ্রভক্ত স্বনামধন্য কবি নির্মলেন্দু গুণ, প্রখ্যাত সুরকার আজাদ রহমান ও গুণী সঙ্গীত শিল্পী সেলিনা আজাদ।

স্থানীয় সরকার মহলের পক্ষে এ অনুষ্ঠানকে অলংকৃত করেছেন বর্তমান সরকারের বয়োজ্যেষ্ঠ সাংসদ লরি ফারগুসন এমপি ও অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকারের সাংসদ জুলি ওয়েনস এমপি বাংলাদেশের সিডনির অনারারি কনস্যুলার জেনারেল এন্থনী কুরী, প্যারামাটা কাউন্সিলের নির্বাচিত বাঙালি কাউন্সিলর প্রবীর মৈত্র, বাংলার ক্যাপ্টেন কুক খ্যাত নজরুল ইসলাম, ফেডারেশন অফ কমিউনিটি ল্যাংগুয়েজ প্রোগ্রামের সহ-সভাপতি থিরু থিরুনাথনকুমার, মিজানুর রহমান তরুণ ও কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ অনুষ্ঠানের বিশেষ উল্লেখযোগ্য দিক হলো অস্ট্রেলিয়ার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্বদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আনোয়ার আকাশের পরিচালনায় এবং নীলাঞ্জনা সিন্হা, শারমিন সফিউদ্দিন, নাজনীন হায়দার, অনিতা বারার এর উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণপ্রাচুর্যে সমুজ্জ্বল।

মঞ্চের ব্যানারে কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি শোভা পাচ্ছিল এ কালের প্রাণপ্রিয় কবি নির্মলেন্দু গুণের ছবি। এ প্রসঙ্গে লজ্জিত কবি, মহাকবি কালিদাসের উদ্দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উক্তিÑ “কালিদাস তো নামেই আছেন আমি আছি বেঁচে” উদ্ধৃতি করে বললেন, “রবীন্দ্রনাথ তো নামেই আছেন আমি আছি বেঁচে”। ৬৫ বছর বয়স্ক সফেদ শুভ্র শ্মশ্রুম-িত এই চির তরুণ কবি স্মৃতিচারণ করে বললেন যে, আজ তো পৃথিবীর নানা প্রান্তে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হচ্ছে। কিন্তু ৮০ বছর আগে ১৯৩০ সালে শান্তি নিকেতনের বাইরে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালিত হয় তৎকালীন পূর্ববঙ্গের নেত্রকোনা জেলায়। শৈলেন্দ্র মজুমদারের উদ্যোগে আয়োজিত এ আয়োজনের খবর পেয়ে কবি অভিভূত হন। তাঁকে চোখে না দেখে, তাঁকে কাছে না পেয়েও তাঁর জন্মদিনের আশীর্বাদিতে তিনি কৃতজ্ঞতাভরে একটি চিঠি লিখেছিলেন। যে পত্রটি পরবর্তীতে তাঁর ‘আমার ছেলেবেলা’ গ্রন্থেও প্রকাশিত হয়েছিল। সুরকার আজাদ রহমান তার জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণা, বাঙালি সংস্কৃতির বিকাশে তার ভূমিকা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথাও উল্লেখ করেন।

আশা, আদ্রিতা ও সারা মঙ্গল প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করে, ‘রবিঠাকুরের আনন্দলোকে মঙ্গলালোকে, বিরাজ সত্য সুন্দর’ গানের মাধ্যমে। মোমের আলোর অপূর্ব এক আলো আঁধারির মধ্য দিয়ে অতিথিদের মঞ্চে নিয়ে আসেন খুদে বন্ধুরা। বেশ উপভোগ্য ছিল বিষয়টি। এ ছাড়াও চার বছরের আদ্রিতার গাওয়া ‘ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি-বা মৃদু বায়’ গানটি সংযোজন করে বাংলা একাডেমী অস্ট্রেলিয়া প্রবাসে বাংলা ভাষাকে আরো বেগবান করল সন্দেহ নেই।
Because while damaging your sense of manliness, these issues usually indicate to an viagra for uk underlying health trouble. In addition to being an aid in erectile disorder, a closer glance to price for generic viagra will be found made by various reputed companies. Obesity – Obese sildenafil buy people usually suffer from atherosclerosis, which is the potential risk factor of impotence. This is because the tablets improve pfizer viagra 100mg your blood circulation.

অনুষ্ঠানে পর্যায়ক্রমে কবিতা আবৃত্তি, সঙ্গীত, আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন রতন কুণ্ডু, বনি আমিন, নির্মল চক্রবর্তী প্রমুখ। রোখসানা রহমান নির্দেশিত ‘ঐকতান’ এর শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। প্রতীতির প্রাণপুরুষ সিরাজুস সালেকিন পরিবেশন করেন রবীন্দ্র স্মৃতিময় একটি শ্রুতি ও গীতি আলেখ্য। আনোয়ার আকাশ নির্দেশিত রবীন্দ্রনাথের নাটক রক্তকরবী শ্রুতি নাটকের উপস্থাপনা ছিল অনবদ্য।

রবীন্দ্রনাথ একই সঙ্গে ছিলেন কবি, গীতিকার, সুরকার, সঙ্গীতশিল্পী, নাট্যকার, ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক। সাহিত্যে, অর্থাৎ যে কোনো ভাষার সাহিত্যে এই একজনের মাঝে বহুজন খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তা ছাড়া তিনি ছিলেন চিত্রশিল্পী, শিক্ষাবিদ, দার্শনিক, ভাষাতাত্ত্বিক, পাঠক, অভিনেতা এবং পল্লী পুনর্গঠক। এই মহাকবিকে আমাদের অন্তরের শ্রদ্ধার্ঘ্য তাঁর সার্ধশত জন্মবার্ষিকীতে। অনুষ্ঠান সমাপ্তিতে আনোয়ার আকাশ তাঁর পূর্ণ পরিতৃপ্তি ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানান এবং মননশীল সুধীজনদের বাংলা একাডেমীর কার্যধারায় একত্রিত হয়ে নিজ নিজ কাজের অবদান রাখার আবেদন জানান।

150rab2

150rab3
Hon. Julie Owens MP, Federal member for Parramatta, Musician Azad Rahman, Singer Selina Azad, Mr. Nazrul Islam, Sirajus Salekin, Sheikh Shamim, Gama Abdul Kadir, Mahua Haque, Probir Moitro, Fazlul Bari are few names from the speaker, guest and audience at the program.