ঘটনা সূচী

ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষার উন্নয়ন

বাংলা একাডেমি অস্ট্রেলিয়া ২০১৭ সালের ২৪ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষার উন্নয়নে সেমিনার এবং ওয়ার্কশপের আয়োজন করে। ২০১৭ সালের শুরুতে একাডেমি এ বিষয়ে কাজ শুরু করে। দেশে শিক্ষার মান আশঙ্কাজনক হারে নিচে নেমে গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে অভিজ্ঞ মহল। যদি এ ধারা অব্যাহত থাকে তবে অচিরেই সকল ক্ষেত্রে সার্টিফিকেট কেনা বেচার শিক্ষা পদ্ধতিকে ঠেকাতে পারবেনা বাঙ্গালি। এতে করে কোমলমতি শিক্ষার্থীদের জীবনে নেমে আসতে পারে সীমাহীন দুরবস্থা। বাংলা একাডেমি অস্ট্রেলিয়া শিক্ষার মান উন্নয়নে কাজ করছে প্রায় এক যুগ ধরে। একাডেমি আশা করে আমাদের আগামী প্রজন্ম এ সঙ্কট থেকে উঠে আসবে। তারা হয়ে উঠুক এই দেশের যোগ্য নাগরিক।

এ বিষয়ে আগ্রহ দেখিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এ কার্যক্রমে যারা অংশ নিয়েছেন তাদের জন্য বাংলা একাডেমি অস্ট্রেলিয়া আগামীতে শিক্ষা উপকরণ এবং দ্বিপক্ষীয় উন্নয়নের কথা ভাবছে। যে কোন শিক্ষা প্রতিষ্ঠান এ বিষয়ে তাদের আগ্রহের কথা পরিচালক, বাংলা একাডেমি অস্ট্রেলিয়া বরাবর লিখে জানাতে পারেন। এ পর্যন্ত যারা এ কার্যক্রমে অংশ গ্রহণ করেছে তাদের নাম দেয়া হল। সবাইকে বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পক্ষে একরাশ শুভেচ্ছা।

Usually people getting erection issues due buy tadalafil without prescription to above mentioned drugs go for Kamagra 100. However, the movement that precipitates the greatest long-term discomfort takes place when the person fails to make erections. viagra free shipping The blue color diamond shaped http://raindogscine.com/anina-nominada-a-los-premios-del-cine-iberoamericano/ sildenafil 50mg tablets pills are perfect for them. One important aspect when viagra in österreich choosing which foods to enjoy is a session with your glycemic index chart.
Children’s Corner – Sangrampur, 24 pgs, India
Yeaqub Ali B. Ed. College, Rajarhat, 24 pgs, India