এপিং | ব্ল্যাকটাউন | ইঙ্গেলবার্ন | পাঞ্চবোল (লাকেম্বা) | ম্যাকুয়ারী ফিল্ডস শাখার বাংলা শিক্ষা কার্যক্রম
wcf

ভাষা শিক্ষা কেন্দ্র গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্ম সনদ ইমেইল করুন এবং লিঙ্কে বিস্তারিত লিখুন

বিনামূল্যে বাংলা শিক্ষা | সাথে $১২০ ডলারের বই উপহার

বাংলা একাডেমি ২০০৬ সাল থেকে একাডেমির ভাষাশিক্ষা কেন্দ্র গুলোতে বাঙ্গালিদের মতামত এবং চাহিদাকে সম্মান জানিয়ে স্কুল কার্যক্রম চালিয়ে এসেছে। সুহৃদ সিডনীবাসীরা আমাদের লিখে জানিয়েছেন তাদের অনুভূতির কথা। আমাদের কার্যক্রমগুলোকে তারা শ্রদ্ধার সাথে দেখেন এবং তাদের ছেলেমেয়েকে একাডেমির কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে চান। বাংলা এ একাডেমি এ কাজটাই এখন করছে। বিনামূল্যে রেজিস্ট্রেশান এবং এ জন্য তাদের কোন ফি দিতে হবে না। যারা ২৯ এপ্রিল ২০১৮ সালের মধ্যে রেজিস্ট্রেশান করবে তাদের জন্য থাকবে একাডেমির পক্ষ থেকে ১২০ অস্ট্রেলিয়ান ডলারের বই উপহার। শিক্ষার্থীকে যত দ্রুত সম্ভব ভর্তি করুন, মানস গঠনের জন্য বাংলা শিক্ষা জরুরী।

enrol_2018

বাংলা বাঙ্গালির প্রথম এবং আদি ভাষা। আপনি হয়তো অবগত আছেন অস্ট্রেলিয়া, এমেরিকা, কানাডা, ইংল্যান্ড সহ উন্নত দেশগুলোর নিয়মিত স্কুল গুলোয় বাংলা ভাষার ছাত্র-ছাত্রীরা সংখ্যায় অন্যান্য ভাষার তুলনায় নগণ্য। অথচ বাংলা ভাষার জন্য বাঙ্গালি বুকের রক্ত দিয়ে ভাষার সম্মান রক্ষা করেছে। বাবা মা এ ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অনাগ্রহ, ব্যস্ততা, সময় নেই, টিউশনি, কোচিং সহ অন্যান্য ক্লাস বা কাজ ইত্যাদিকে দায়ী করে থাকেন। অস্ট্রেলিয়ায় ডিপার্টমেন্ট অব এডুকেশন এ যুক্তি মানতে রাজী নন। তারা বলেন অন্যান্য ভাষার মানুষ এর সব কিছু করেই তাদের ভাষার স্কুলে আসেন। 

বাংলা একাডেমি অস্ট্রেলিয়া ২০০৬ থেকে বাংলা শিক্ষার কার্যক্রম চালাচ্ছে। তিনটি কেন্দ্রে এ স্কুল চলে। শিক্ষার পাশাপাশি পেশাগত অভিজ্ঞ শিক্ষক দ্বারা বাংলা শিক্ষা, উচ্চারণ, আবৃত্তি, অঙ্কন, সংগীত, নাটক, বিতর্ক, উপস্থিত বক্তৃতা ইত্যাদি বিষয়ে শিক্ষা দেয়া হচ্ছে। বাংলা একাডেমি অস্ট্রেলিয়া দেশ থেকে বাংলা একাডেমি সহ অসংখ্য প্রকাশনীর বই দিয়েও কমুনিটির সেবা করছে। একাডেমি প্রতিবছর বায়ান্নের ভাষা আন্দোলন এবং ভাষা শহীদদের স্মরণে ফেব্রুয়ারিতে এবং বাংলা নববর্ষ বৈশাখকে সম্মান করে এপিলের মধ্যভাগের মধ্যে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে থাকে। বিশেষ ছাড় সহ রেজিস্ট্রেশান করা যাবে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের ১৫ তারিখের মধ্যে। আপনি চাইলে ইমেইল বা একাডেমির ওয়েব সাইট থেকে লগইন করতে পারেন। ভর্তি বা শিক্ষা বিষয়ে কিছু প্রশ্নোত্তর এই লিঙ্কে দেখে নিন।

সত্যিকারের ভালবাসা যদি আপনি অনুভব করেন তবে সন্তানকে শিকড়ের সন্ধান দিন। যার জন্য পরিণত বয়সে সচেতন সন্তান প্রতিটি বাবা-মা’কে দায়ী করে…। অসংখ্য সমীক্ষায় দেখা গেছে যে সব ছেলে-মেয়েরা তাদের নিজ ভাষায় লিখতে পড়তে পারেনা তারা সার্বিক ভাবেই অনগ্রসর। এখানে একজন ছাত্র কি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে বা কত উঁচু পদমর্যাদায় কাজ করে তা প্রানিধান যোগ্য নয়। বিস্তারিত জানতে native language দিয়ে google সার্চ করুন, অসংখ্য লিঙ্ক পাবেন। আসুন আমরা আবারো একবার বলি, আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমিকি ভুলিতে পারি… এগিয়ে যাক সবার প্রিয় বাংলা ভাষা।

 

This possibility of exploiting stem cells commander viagra with the sole purpose of improving sexual health of male personalities experience erectile dysfunction at some points of life. According to a study conducted in 2008, researchers found that mint suppressed production of testosterone is not a common cause of erectile Dysfunction Fact – While it is true in the present viagra france time. viagra generic cialis We’ve all heard of generic drugs before. This medicine can also alleviate depression and help a man order viagra stay in better physical shape.

মাতৃভাষা শিক্ষা আপনার সন্তানদের মৌলিক অধিকার!

বাংলা একাডেমির স্কুল গুলো নিউ সাউথ ওয়েলস এর শিক্ষাক্রম অনুযায়ী ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রী গত বছর থেকে আমাদের এ শিক্ষাক্রমে নূতন সাটিফিকেট যুক্ত করেছেন। এখন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র-ছাত্রীদের এ সার্টিফিকেট নিজ নিজ স্কুলে মূল্যায়িত হবে। কিন্ডারগার্টেন থেকে ইয়ার ৬ পর্যন্ত মূল্যায়ন  ২০১৫ থেকে বছর শুরু হয়েছে। বিনামূল্যে কোর্সটি চালু রেখে মায়ের ভাষায় লিখতে পড়তে ও বলতে পারায় একাডেমি সবাইকে এ সুযোগ দিচ্ছে । আগ্রহীদের এখনই আবেদন করার অনুরোধ করা হল।

SHyder1

বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার স্কুলগুলোয় আপনার ছেলে মেয়েকে পাঠাতে পারেন নিশ্চিন্তে। এখানে যত্ন করে প্রতিটি শিক্ষার্থীকে বাংলায় লিখতে, পড়তে এবং কথা বলতে সাহায্য করেন একাডেমির শিক্ষকবৃন্দ। প্রায় প্রত্যেক শিক্ষক সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ভাষা শিক্ষার ওপর শিক্ষা নিয়েছেন। গত ১০ বছর যাবত এ শিক্ষাক্রমে একবারের জন্যও রাজনৈতিক বা অসামাজিক কাজ স্থান পায়নি। স্কুল কার্যক্রম প্রতিনিয়ত সমৃদ্ধতর হচ্ছে। একাডেমির অনেক অভিভাবক মনে করেন, বাংলা একাডেমির স্কুলের ছেলে মেয়েরা এ স্কুলে আসার কারণে তাদের প্রথাগত স্কুলের কার্যক্রম এবং পারিবারিক যোগাযোগ আরও সুদৃঢ় হচ্ছে। বাংলা শেখার পাশাপাশি শিক্ষার্থীরা ছবি আঁকা, সংগীত, আবৃত্তি, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, নাটক এবং জীবন যাপনের বিভিন্ন বিষয়ে শিক্ষা নিচ্ছে।

২০১৫ সালে ব্ল্যাকটাউনের শিক্ষার্থী ইমরান সারওয়ার  ‘Creative writing’ এবং লাকেম্বার শিক্ষার্থী আফিফা সুলতানা  ‘Innovation’ এর জন্য বাংলা একাডেমির ‘গ্রান্ট এওয়ার্ড’ পেয়েছে। এ ছাড়াও ২০১৩ সালে অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মত বাংলা ভাষার ওপর রাজ্য সরকারের একমাত্র ‘মিনিস্টার এওয়ার্ড’ পেয়েছে বাংলা একাডেমির এপিং কেন্দ্রের শিক্ষার্থী সারা হোসেন। এ রকম একটি শিক্ষামূলক স্কুল আপনার সহযোগিতা পেলে আরও এগিয়ে যেতে পারে বলে একাডেমি বিশ্বাস করে। শিক্ষায় অদূরদর্শিতা সহ নানা কারণে অনেক মানুষ আপনাকে সঠিক তথ্য নাও দিতে পারেন। তাই অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, আপনার সন্তান একান্ত আপনার। ওদের ভাল-মন্দ নির্ভর করে আপনার একটি সিদ্ধান্তের ওপর। আমাদের প্রত্যাশা বাংলা ভাষার অমির বারতা ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে। 

Epping, Blacktown, Ingleburn এবং Lakemba এ চারটি কেন্দ্রে একাডেমি শিক্ষা কার্যক্রম আরম্ভ করেছে। এর মাঝে মুল শাখা এপিং এর সাথে দূরত্বের কারনে ইঙ্গেলবার্ন শাখাটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। বাকী শাখা গুলো চলছে যথা নিয়মে। সিডনির বিভিন্ন স্থানীয় এলাকায় বাংলায় শিক্ষা সেবা দেবার লক্ষ্যে বাংলা একাডেমি তৈরী করেছে বাংলা ভাষা বলতে, পড়তে এবং লিখতে পারার জন্য ‘Community Langauge School Program‘। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল এপিং এ ২০০৬ সালের ফেব্রুয়ারী মাসে।

যেখানে বাঙালীর বসবাস খুবই কম, সে অঞ্চলে জন্ম নিয়েও বাংলা একাডেমি অস্ট্রেলিয়া কাজ করছে প্রতিটি বাঙালীর জন্য। শুধুমাত্র নিজেদের ঐকান্তিক চেষ্টা আর পরিশ্রমের ফলে বাংলা একাডেমি নিজেদের পরিধি বাড়িয়েছে মানুষের সেবার কথা ভেবে। ২০০৭ এ বাংলা স্কুলের দ্বিতীয় শাখা খোলে ব্ল্যাকটাউনে এবং ইঙ্গেলবার্ন বাসীর অনুরোধে ইঙ্গেলবার্নে। লাকেম্বা শাখার জন্য গত ২০১১ থেকেই কাজ করছিল একাডেমী। এর মাঝে উল্লেখযোগ্য হলো ২০১০ সালের নভেম্বরে লাকেম্বা লাইব্রেরীর সেমিনার। এখানে জড়ো হয়েছিলেন লাকেম্বা, বেলমোর, ওয়াইলীপার্ক, পাঞ্চবোল সহ বিভিন্ন এলাকার মানুষ।

আপনি অস্ট্রেলিয়া, অ্যামেরিকা, কানাডা, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা বা এশিয়া মহাদেশের যে কোন দেশ বা পৃথিবীর মানচিত্রের যেখানই থাকুন না কেন, স্কুল গড়ায় বা একাডেমির যে কোন প্রকল্পের সাথে সংযুক্তিতে আপনার ইচ্ছার কথা আমাদের জানাতে পারেন। সম্ভব হলে আমরা আপনাকে এবং আপনার আসে পাশের মানুষের জন্য সেবার দ্বার উন্মুক্ত করতে পারি। বাংলা একাডেমি ইন্টারন্যাশনাল এ বিষয়ে কাজ শুরু করছে ২০১১ সাল থেকে। এ বিষয়ে রেজিস্ট্রেশন করে আমাদের ইমেইলে বিস্তারিত জানাতে পারেন।