ঘটনা সূচী

ওয়াহিদুল হক স্মরণ | এপিং, নিউ সাউথ ওয়েলস | অস্ট্রেলিয়া

Zainul-Wahidul

ওয়াহিদুল হক স্মরণে পাঠচক্র ও আলোচনা অনুষ্ঠান

১৯৭১ সালের যুদ্ধদিনে মুক্তিযুদ্ধের সময় ‘স্বাধীন বাংলা শিল্পী সংস্থা’র প্রধান উদ্যোক্তা ছিলেন ওয়াহিদুল হক। তিনি বাংলাদেশের স্বনামধন্য লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি দেশের স্বনামধন্য শুদ্ধ ধারার প্রতিষ্ঠান ছায়ানট এবং বাচিক চর্চার প্রধান সংগঠন কণ্ঠশীলন এর প্রতিষ্ঠাতা। ১৯৯৯ সাল থেকে আমৃত্যু তিনি জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এর সভাপতি ছিলেন । এ কিংবদন্তীকে বাংলাদেশ একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। বাংলা একাডেমি অস্ট্রেলিয়া তাঁকে স্মরণ করেছে শ্রদ্ধায় ভালবাসায়।

রবীন্দ্র সংগীতের প্রাণপুরুষ ওয়াহিদুল হক জন্মেছিলেন ১৬ মার্চ ১৯৩৩ সালে এবং তিনি এ পৃথিবী থেকে না ফেরার দেশে চলে যান ২৭ জানুয়ারি ২০০৭ সালে। এই অসীম মানুষটির স্মরণে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া মৃত্যুর এক মাসেরও কম সময়ে গত ২৪ ফেব্রুয়ারি ২০০৭ এ আয়োজন করেছিল একটি পাঠচক্র ও আলোচনা অনুষ্ঠানের।

You can also lose weight through swimming, viagra tablets uk which is another great factor for better sex. The outcome demonstrated that around 80% seen a purchase at pharmacy store on line levitra marked improvement into their new hair growth along with denseness. Converse with your drug spe cialis online pharmacyt for more points of interest. Remember this levitra sale slovak-republic.org information before you decide to place an online order by specifying the quantity and you need to remove them so that your ED doesn’t become severe.
সাংবাদিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একাডেমি তাদের প্রথম পাঠচক্রটি উৎসর্গ করে এদিন। এপিং ওয়েস্ট পাবলিক স্কুলের উন্মুক্ত মঞ্চে এদিন তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য, পাঠচক্রে অংশ গ্রহণ এবং অনুষ্ঠানে অংশ নেন; মিসেস কানিজ রশিদ, অধ্যাপিকা চেমন আরা, ডাঃ শরীফ উদ দৌলা, ডাঃ আয়াজ চৌধুরী, মানিজে আবেদিন, কবিতা পারভেজ, ফিরোজ শওকত আলী, ডঃ আব্দুর রাজ্জাক, অনন্যা ইসলাম, ডঃ ফেরদৌসি রেজওয়ান, হুমায়রা করিম, ডঃ কাইউম পারভেজ, আনোয়ার আকাশ, রোকসার করিম, ডঃ শাবানা খন্দকার, শামীম আরা, মামুনুর রশীদ, আদীব হোসেন, শারমিন শফিউদ্দিন, নীহারিকা ফিরোজ, অজয় দাসগুপ্ত, ডঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। ওয়াহিদুল হক এর নির্বাচিত লেখা এবং তাঁর উদ্দেশ্যে লেখা থেকে পাঠ ও আলোচনা ছিল ওয়াহিদুল হক স্মরণ ও পাঠচক্রের মূল উপস্থাপনা। অনুষ্ঠানটির সমন্বয় করেন একাডেমির পরিচালক আকাশ আনোয়ার।

বাংলা একাডেমি অস্ট্রেলিয়া শিক্ষা, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন আঙ্গিক নিয়ে কাজ করছে ২০০৬ সাল থেকে। এ শিক্ষাকার্যক্রমের অধীনে অনেকগুলো স্কুল পরিচালিত হয়। কিন্ডারগার্ডেন থেকে দ্বাদশশ্রেণী পর্যন্ত ছেলে মেয়েরা শিল্প, সাহিত্য আর সংস্কৃতিকে সামনে রেখে একাডেমির স্কুলে বাংলা ভাষা ছাড়াও নাটক, কবিতা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, বিষয়ভিত্তিক লেখা, ড্রইং, চিত্রাঙ্কন ইত্যাদি বিষয়ে লেখাপড়া করে। স্কুলের ছেলেমেয়েরা জীবনমুখী এবং সৃজনশীল শিক্ষায় এগিয়ে নেয়াই বাংলা একাডেমির স্বপ্ন। ২০১০ সাল থেকে একাডেমি আন্তর্জাতিক অঙ্গনে সাহসী পদচারণা নিয়ে কাজ শুরু করে বাংলা একাডেমি ইন্টারন্যাশনাল। বিশ্বজুড়ে বাংলার মানুষের কল্যাণ সাধন এর প্রধান উদ্দেশ্য।

পুরনোদিনের স্মৃতি থেকে অনুষ্ঠানের বিবরণ।
WahHaq