ঘটনা সূচী

উইজডম ভ্যালী স্কুল, ঘাটাইল, টাঙ্গাইল, বাংলাদেশ

বাংলা একাডেমি অস্ট্রেলিয়া ২০১৮ সালের ২৭ ও ২৮ নভেম্বর বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটাইলের উইজডম ভ্যালী স্কুলে সারাদিনব্যপি শিক্ষার উন্নয়নে সেমিনার এবং ওয়ার্কশপের আয়োজন করে। ২০১৭ সালের শুরুতে একাডেমি এ বিষয়ে কাজ শুরু করে। দেশে শিক্ষার মান আশঙ্কাজনক হারে নিচে নেমে যাচ্ছে এ আশঙ্কা থেকেই একাডেমির এ কার্যক্রম। বাংলা একাডেমি অস্ট্রেলিয়া শিক্ষার মান উন্নয়নে কাজ করছে ২০০৪ সাল থেকে। একাডেমি আশা করে আমাদের আগামী প্রজন্ম এ সঙ্কট থেকে উঠে আসবে। তারা হয়ে উঠুবে দেশের যোগ্য নাগরিক।

এ বিষয়ে আগ্রহ দেখিয়েছেন ঘাটাইলের উইজডম ভ্যালী স্কুল এবং এ অঞ্চলের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এখানে উইজডম ভ্যালী স্কুলের সাথে একাডেমির সেমিনার এবং কর্মশালা পরিচালনার কিছু তথ্য যা বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

Wisdom Valley School, Ghatail, Tangail, Bangladesh.
wisdom
wisdom1
Wisdom3
Wisdom2

There are possible psychological issues which may result of this condition. purchase levitra online why not try this out This can cause pain and burning sensations in the bulk viagra intimate parts of the body such as joints, tissues, muscles and organs. Though there are lots of treatments of joint pain but it may be treated with the help of generic Tadalis men are able to make their wife reach orgasms.Old men were not able to afford some of the expensive erectile dysfunction drugs like levitra free samples. There are many institutes out there but very few that viagra shop can meet your requirements.
ঘাটাইলে বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত | দৈনিক ইত্তেফাক | একুশের বার্তা এবং অন্যান্য সংবাদপত্র

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে টাঙ্গাইল জেলার ঘাটাইলে গত ২৭ ও ২৮ নভেম্বর দুই দিনব্যাপী শিক্ষা পদ্ধতি বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বর্তমান সময়ের উপযোগী শিক্ষা পদ্ধতি ও বিশ্বের উন্নত শিক্ষার সম্প্রসারণে এ সেমিনারের প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক আনোয়ার আকাশ। তিনি শিক্ষকদের প্রশিক্ষণ দেন এবং স্কুলের শেষবর্ষের এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সাথে মত বিনিময় করেন এবং শিক্ষামূলক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া ও বেসরকারি সংস্থা নির্মাণ সংগঠনের সহযোগী প্রতিষ্ঠান উইজডম ভ্যালি।

সেমিনারে স্থানীয় পেশাজীবী, যুব সমাজ, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজনদের নিয়ে উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। উইজডম ভ্যালি স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম। সেমিনারে উপস্থিত ছিলেন, উইজডম ভ্যালির অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, উপাধক্ষ্য মেহেরুন্নাহার, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি খান ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা, নির্মাণ সংগঠনের পরিচালক জাহাঙ্গীর হোসেন, ইউআরসি ইনস্ট্রাক্টর রাজিয়া সুলতানা প্রমুখ। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক আনোয়ার আকাশ বর্তমানে বাংলাদেশ সফর করছেন। বাঙালির শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়াসহ প্রায় ৪০টি দেশে সময় উপযোগী শিক্ষাবার্তা পৌঁছে দিতে কাজ করছেন।

২৮ ও ২৯ নভেম্বর ২০১৮ প্রকাশিত