ঘটনা সূচী

কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারহাট্টা, বাংলাদেশ

বাংলা একাডেমি অস্ট্রেলিয়া ২০১৮ সালের ১৩ নভেম্বর বাংলাদেশের নেত্রকোনা জেলার বারহাট্টার কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে সারাদিন ব্যপি শিক্ষার উন্নয়নে সেমিনার এবং ওয়ার্কশপের আয়োজন করে। ২০১৭ সালের শুরুতে একাডেমি এ বিষয়ে কাজ শুরু করে। দেশে শিক্ষার মান আশঙ্কাজনক হারে নিচে নেমে যাচ্ছে এ আশঙ্কা থেকেই একাডেমি কাজ শুরু করে। বাংলা একাডেমি অস্ট্রেলিয়া শিক্ষার মান উন্নয়নে কাজ করছে ২০০৪ সাল থেকে। একাডেমি আশা করে আমাদের আগামী প্রজন্ম এ সঙ্কট থেকে উঠে আসবে। তারা হয়ে উঠুক দেশের যোগ্য নাগরিক।

এ বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বারহাট্টার কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এতদ অঞ্চলের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এখানে বারহাট্টার দুটি স্কুলের সাথে একাডেমির একদিনের কর্মশালা পরিচালনার কিছু তথ্য যা বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

Kastola Government Primary School, Barhatta, Netrokona, Bangladesh.

Kashtala NetrokonaP_3

Kashtala NetrokonaP_4

Kashtala NetrokonaP_6

Kashtala NetrokonaP_8

বারহাট্টায় আকাশ আনোয়ার কে সংবর্ধনা | দুর্জয় বাংলা

লতিবুর রহমান, বারহাট্টা (নেত্রকোনা) সংবাদদাতা: নেত্রকোনার বারহাট্টায় মঙ্গলবার কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এবং কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমন্ত্রণে বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক জনাব আনোয়ার আকাশ আমন্ত্রিত হয়ে এসেছেন। তিনি দু’দিনের এক সংক্ষিপ্ত সফরে নেত্রকোনার বেশ কিছু স্কুলে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন। 

In other cases, the cells of the body become non-responsive to buy levitra online check it out insulin, thereby causing glucose levels to rise. Use a small cost cialis viagra sized, soft spoon and feed in small quantities. In turn, it brings about an erection that lasts throughout intercourse. cheapest levitra online Taking extra pills does not enhance order cheap levitra discover over here your sexual experience in any way.
অনুষ্ঠানের শুরুতেই বাংলা বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক, বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা, বাংলাদেশের জাতীয় অধ্যাপক শিক্ষাবিদ আনিসুজ্জামানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এ ছাড়াও এ আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান বাংলাদেশের স্বনামধন্য কবি নির্মলেন্দু গুণ এর প্রতি। কবি নির্মলেন্দু গুণ এর উদ্যোগে এ আয়োজন এলাকায় ব্যপক সাড়া ফেলে। 

এ আয়োজনের প্রধান উদ্দেশ্য বাংলাদেশের শিক্ষার উন্নয়নে উন্নত বিশ্বের শিক্ষা পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেয়া। এ যাত্রার সূচনা হয়েছিল ২০১৭ সালে। আজকের আয়োজনে উপস্থিত ছিলেন বাংলা এজাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক জনাব আকাশ আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন ইউএনও ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব ওড়েন প্রধান শিক্ষক, নারায়ণ কিশোর সরকার। এখানে আরও উপস্থিত ছিলেন জনাব শিশির চৌধুরী, প্রভাষক মোহনগঞ্জ সরকারি কলেজ, সাংবাদিক লতিবুর রহমান খান, মাসুদুর রহমান খান, রুকুনুজ্জামান খান, সভাপতি জনাব প্রলয় কান্তি গুণ, ম্যানেজিং কমিটি কাশবন বিদ্যানিকেতন, কবি মানস গুণ, এ ছাড়াও বারহাট্টার বিশিষ্ট জনেরা। 

ইউএনও ফরিদা ইয়াসমিন তার বক্তব্যে এ আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালককে শিক্ষামূলক আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান। শিক্ষার্থীদের বাল্যবিবাহ বন্ধ এবং সমাজের অনিয়মের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। 

সকালের স্নিগ্ধ আলোয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর দেবনাথ এর আয়োজনে শিক্ষকদের সাথে এক কর্মসূচিতে শিক্ষকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের দাতা সদস্য রামেন্দু গুণ চৌধুরী, এস এম সি’র সভাপতি নিহারেন্দু গুণ চৌধুরী, কবি মনোয়ার সুলতান। 

শিক্ষার্থীদের মধ্যে ব্যপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে, তারা বিভিন্ন শিক্ষা পদ্ধতির সাথে পরিচিত হয়। শিক্ষকরা তাদের সমস্যা আর সম্ভাবনার কথা তুলে ধরেন। এমন আয়োজন এলাকার কৃষি, শিল্প সহ বিভিন্ন উন্নয়ন আনা সম্ভব বলে উপস্থিত সবাই একমত হন। 

অনুষ্ঠান সঞ্চালক হিসেবে ছিলেন স্কুলের শিক্ষক শ্যামল চন্দ্র সরকার। মঞ্চ সজ্জা এ মিলনায়তন ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের শিক্ষক রুদ্র সরকার, এবং শিক্ষার্থীরা। 

কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা পদ্ধতির মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, গল্প বলা, কবিতা লেখা, সংগীত ও সৃজনশীল লেখনির গুরুত্ব তুলে ধরেন পরিচালক আনোয়ার আকাশ। সারাদিনের এ শিক্ষা পদ্ধতিতে ছেলে মেয়েরা জে এস সি পরীক্ষার সময় উপেক্ষা করেও জড়ো হয়েছিল স্কুল মিলনায়তনে। স্কুলের ছেলে মেয়েরা নিজেরা সমার কথা তুলে ধরলে জানাব আনোয়ার আকাশ অস্ট্রেলিয়ার শিক্ষাক্রম এবং সিলেবাস এর সাথে পরিচয় করিয়ে দেন। 

সভাশেষে কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ কিশোর সরকার দুই স্কুলের পক্ষ থেকে সকল কর্মচারী, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের এই আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি এ আয়োজনে অস্ট্রেলিয়া থেকে আগত জনাব আনোয়ার আকাশকে ফুলের তোড়া এবং মানপত্র দিয়ে প্রাণঢালা শুভেচ্ছা জানান। 

১৪ নভেম্বর ২০১৮ প্রকাশিত