ঘটনা সূচী

বাঙালিত্ব – স্বরূপের সন্ধানে | ভ্রাম্যমাণ ক্লাস

Bangla-m-Class

বাংলা একাডেমি অস্ট্রেলিয়া বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ ক্লাস পরিচালনা করেছে। পরীক্ষামূলক এসব ক্লাসগুলোতে বিশ্বজুড়ে বাঙালির ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে পরীক্ষামূলক ভাবে বিভিন্ন বিষয় সংযোগিত হয়েছে। এমন ক্লাস থেকে শিক্ষার্থীরা যেমন নিজেদের পরিবেশে লেখাপড়া করার সুযোগ পায়, তেমনি আনন্দঘন পরিবেশে তারা শিখতে পারে। আর তাই বিভিন্ন সময়ে এ ক্লাসগুলো যুক্ত করা হয়।

বাঙালির স্বরূপের সন্ধানে | সিডনী থেকে ক্যানবেরার পথে পথে

বাঙালির স্বরূপের সন্ধানে | সিডনী থেকে ক্যানবেরার পথে পথে … শীর্ষক ভ্রাম্যমাণ পরীক্ষামূলক ক্লাস। ক্লাস নেবার জন্য সানন্দে থাকবেন একাডেমির পরিচালক আকাশ আনোয়ার। তারিখ ১৬ ও ১৭ জুলাই ২০১৯ মঙ্গলবার ও বুধবার। স্থান সিডনি থেকে ক্যানবেরার পথে পথে। সময়- আলোচনা সাপেক্ষে। আয়োজনে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া।

আগ্রহী ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা ইনবক্সে ইমেইল ও মোবাইল নাম্বার সহ যোগাযোগ করুন। এসময়ে তথ্যচিত্র নির্মাণের জন্য ফুটেজ নেয়া হবে। এ কাজে একাডেমি কোন ইনস্যুরেন্স এর ব্যবস্থা করবে না। নিজ নিজ দায়িত্বে আলোচনা সাপেক্ষে অংশ গ্রহণ করবেন। বিস্তারিত – https://www.facebook.com/BanglaAcademyAustralia/

  • – – – – – – – – – – – – – – – –

Most men who experience impotence also have a 3 tiered referral system where you earn 25 of the earnings of your direct referrants plus viagra without prescription uk a quarter of what your first tier earns from the next two tiers down. Testosterone replacement therapy, gels, supplements, injections, patches, acting-pallets are some examples of the treatment recommended for viagra cheap canada males all around the world. He does not keep or maintain an erection due to insufficient blood supply to http://amerikabulteni.com/2011/07/22/blast-in-oslo-8-people-injured/ viagra purchase canada the penile tissue. Well, a man with ISD occasionally, if ever, gets viagra free pill involve in sexual deeds.
বিশ্বজুড়ে বাঙালি ব্যপকহারে ছড়িয়ে পড়েছে গত দুই থেকে তিন যুগ ধরে। কেউ যেমন এসেছেন দু’মুঠো ডাল ভাতের সন্ধানে, কেউ এসেছেন শিক্ষা বা চাকুরী নিয়ে,  কেউ বেড়াতে এসে আর দেশমুখী হন নি, কেউ পালিয়ে সমুদ্র পথে বা অন্য কোন উপায়ে বিদেশে এসেছেন, কেউ দেশের ভিটেমাটি বিক্রি করে দালালের হাতে প্রতারিত হয়ে বিদেশে এসেছেন।  তবে এমন মানুষের সংখ্যা বোধ করি অনেক বেশী যারা অর্থ কড়ি দিয়েও দালালের খপ্পরে পড়ে দেশেই ধুঁকে ধুঁকে মরছেন। বিদেশে আর তাদের আসা হয়নি। আর এরই মাঝে বাঙালির মাঝে এসেছে নানান পরিবর্তন।

প্রবাসের দেশগুলোতে এর মাঝে অসংখ্য মানুষ নিজ নিজ যোগ্যতায় সেই দেশগুলোতে স্থায়ী বসত গড়েছেন। কেউ একটা সময়ের পরে দেশে ফিরে যাচ্ছেন। বিদেশের মাটিতে অর্থ উপার্জন এর নিরিখে আসেন যারা তারা কেউ কেউ অর্থ উপার্জন করতে করতে ভুলে গেছেন নিজের স্বকীয়তা। জন্ম সেই নূতন দেশটিতে না হলেও সে দেশের সংস্কৃতি লালন করছেন।  যদিও এই পৃথিবীতে স্থায়ীভাবে কখনো কেউ থাকতে পারবেন না, তথাপি কেউ কেউ বিত্তবাসনার উপচে পড়া প্রাচুর্যে ভাসছেন। আবার কেউ কপর্দক শূন্য হাতে দেশে ফিরে যাচ্ছেন। কিন্তু দেশে গিয়েও অসংখ্য মানুষের দিশেহারা দিন কাটাচ্ছেন।

এর মাঝে কেউ কেউ আছেন বিদেশের সেরা জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে। আবার কেউ সাধ্যমত অর্থ নিয়ে ফিরছেন দেশে। কেউ প্রতারিত হয়েছেন নিজ দেশের আত্মীয়-স্বজন বা বন্ধুদের কাছ থেকে। তাই কপর্দকশূন্য হাতে দেশে ফিরেছেন। এই যে বাঙালির অবস্থান। এ রকম অবস্থা আরও অনেক জাতির মাঝেই আছে।

বাঙালি জাতি অতিথিপরায়ণ একথা সর্বজন বিদিত। অতিথি এসেছেন আর না কিছু না খেয়ে চলে গেছেন এটা সত্যি বিরল। বাঙালি আজকাল সব কিছুতেই বিরাটত্ব খোঁজে। দুর্নীতিতে বাঙালি যেমন বেশ এগিয়ে তেমনি সে দুর্নীতিকে আশ্রয় করে কেউ কেউ দেশথেকে অঢেল টাকা নিয়ে বিদেশে গা ঢাকা দিচ্ছেন, আবার কেউ বিদেশে বসে দেশের মত দুর্নীতির আশ্রয় খোঁজেন। তবুও বাঙালি আজ কোথায় যেন একটু স্বতন্ত্র। বিশেষ করে দেশের এবং দেশের বাইরের বিশ্ববাঙালি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতির স্বরূপ সন্ধান করতে গিয়ে অনেক কথা বলেছেন। আজকের দিনে যা খুব বেশী তাৎপর্যপূর্ণ।

বাঙালি জাতির স্বরূপ সন্ধান করতে গিয়ে এক সময়ে রবীন্দ্রনাথ বলেছিলেন; আমরা আরম্ভ করি, শেষ করি না; আড়ম্বর করি, কাজ করি না; যাহা অনুষ্ঠান করি, তাহা বিশ্বাস করি না; যাহা বিশ্বাস করি, তাহা পালন করি না; ভূরিপরিমাণ বাক্য রচনা করিতে পারি, তিলপরিমাণ আত্মত্যাগ করিতে পারি না; আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না; আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশবিদীর্ণ করিতে থাকি; পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধূলিনিক্ষেপ করিয়া আমাদের পলিটিকস এবং নিজের বাকচাতুর্যে নিজের প্রতি ভক্তিবিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য…

তবে এইটি ই বাঙালির একমাত্র পরিচয় নয়। আসুন অনুসন্ধান করি আজকের দিনের বাঙালির স্বরূপ। আপনার মতামত লিখে জানান। বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার ইমেইল ঠিকানায়।

বিনীত, আকাশ আনোয়ার, পরিচালক, বাংলা একাডেমি অস্ট্রেলিয়া | Akash Anwar | Director, Bangla Academy Australia