ঘটনা সূচী

নজরুল কর্মশালা | কলামণ্ডলম, টালিগঞ্জ | কলকাতা, ভারত

NazrulKarmashala

বাংলা একাডেমি অস্ট্রেলিয়া শিক্ষা, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন নিয়ে কাজ করছে গত একযুগের বেশী সময় ধরে। এ শিক্ষাকার্যক্রমের অধীনে তিনটি স্কুল পরিচালিত হয়। কিন্ডারগার্ডেন থেকে দ্বাদশশ্রেণী পর্যন্ত ছেলে মেয়েরা শিল্প, সাহিত্য আর সংস্কৃতিকে সামনে রেখে একাডেমির স্কুলে বাংলা ভাষা ছাড়াও নাটক, কবিতা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, বিষয়ভিত্তিক লেখা, ড্রইং, চিত্রাঙ্কন ইত্যাদি বিষয়ে লেখাপড়া করে। স্কুলের ছেলেমেয়েরা জীবনমুখী এবং সৃজনশীল শিক্ষায় এগিয়ে যাক এ বাংলা একাডেমির উদ্দেশ্য।

সম্প্রতি কোলকাতার ছায়ানট এবং শ্রুতিবৃত্ত’র সহযোগিতায় বাংলা একাডেমি অস্ট্রেলিয়া ‘নজরুল কর্মশালা’ নামে একটি ওয়ার্কশপের আয়োজন করেছিল। কর্মশালাটি হয়েছে গলফ গার্ডেন, প্রিন্স গোলাম মোঃ শাহ্‌ রোড , টালিগঞ্জ, কলকাতায়। এ কর্মশালায় সংস্কৃতি কর্মী, শিল্পী, লেখক সহ কোলকাতা কেন্দ্রিক সাধারণ মানুষ অংশ নিয়েছেন। নিজ নিজ অবস্থান থেকে বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির উন্নয়নে তাঁদের ভূমিকা নিয়ে কথা বলেছেন বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক জনাব আনোয়ার আকাশ। অস্ট্রেলিয়ার শিক্ষা জগত, আধুনিক শিক্ষা ব্যবস্থার নানাদিক নিয়ে তিনি কথা বলেন এদিন।

In this the deeper muscles are sildenafil tablets 100mg worked and this helps individuals like athletics experiencing pain daily. This can make the feet less able to sense pressure, pain, heat, or generic cialis for sale cold. The study shows that tadalafil tablets prices although ED is most common among men over the age of 40 years however; it can take worse stage after crossing the age of 60 years. You should not make extra consumption of such cialis women http://www.slovak-republic.org/calendar/ drug products & the male patients can also make you lose interest in having sex or make it difficult for blood to reach the male sex organ.
এ ছাড়াও কবিতা এবং সংগীত পর্বে সমন্বয় করেন এবং মূল্যবান বক্তব্য রাখেন কোলকাতার স্বনামধন্য ভরতনাট্যমের গুরু শ্রীমতি থাঙ্কামনি কুট্টি, সাংবাদিক পঙ্কজ সাহা, সংগঠক সোমনাথ জি কুট্টি, লেখক সৈয়দ হাসমত জালাল এবং শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।

ওয়ার্কশপের মেণ্টর হিসেবে ছিলেন শুভদীপ চক্রবর্তী এবং ছায়ানটের ছায়ানটের পরিচালক সোমঋতা মল্লিক।

ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পক্ষে সার্টিফিকেট প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। অংশগ্রহণকারীদের admin@banglaacademy.com ঠিকানায় রেজিস্ট্রেশান করার অনুরোধ করা হচ্ছে।