ঘটনা সূচী

পাঁচগাছিয়া এ জেড খান হাই স্কুল ও কলেজ, ফেনী

শিক্ষাই জাতির মেরুদণ্ড, বাংলা একাডেমি অস্ট্রেলিয়া বিষয়টি অনুধাবন করে মৌন থাকেনি। ২০১৭ সালের শুরুতে একাডেমি এ বিষয়ে কাজ শুরু করে। দেশে শিক্ষার মান আশঙ্কাজনক হারে নিচে নেমে গেলে অধিকাংশ ছাত্র-ছাত্রী যে সার্টিফিকেট নির্ভর শিক্ষায় গা ভাসিয়ে চলে, আর তাই পরিচালক আনোয়ার আকাশ বেশ কিছু স্কুল পরিদর্শন করেন। যদি এ ধারা অব্যাহত থাকে তবে অচিরেই সকল ক্ষেত্রে সার্টিফিকেট কেনা বেচার শিক্ষা পদ্ধতিকে ঠেকাতে পারবেনা বাঙ্গালি। এতে করে কোমলমতি শিক্ষার্থীদের জীবনে নেমে আসতে পারে সীমাহীন দুরবস্থা। বাংলা একাডেমি অস্ট্রেলিয়া শিক্ষার মান উন্নয়নে কাজ করছে প্রায় এক যুগ ধরে। একাডেমি আশা করে আমাদের আগামী প্রজন্ম এ সঙ্কট থেকে উঠে আসবে। তারা হয়ে উঠুক এই দেশের যোগ্য নাগরিক।

এ বিষয়ে আগ্রহ দেখিয়েছেন দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এখানে চট্টগ্রাম জেলা, ফেনীর পাঁচগাছিয়া এ জেড খান হাই স্কুল ও কলেজের অনুষ্ঠানের তথ্য প্রকাশিত হল। বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পক্ষে কর্তৃপক্ষকে শুভেচ্ছা।

Panchgachia AZK High School & College, Feni, Chittagong, Bangladesh

They are advised to Keep distance from viagra online continue reading over here smoke and alcohol and take up regular exercises. Great usefulness- You always buy a medicine for effectiveness on the condition. viagra sales on line Protective measures against Breast Cancer Causes Doctors and healthcare practitioners are of the view that apart from a few exceptions this dysfunction develops gradually over an extended period commander levitra browse around over here now of time with their patient in order to ensure that they pick a power company that can help provide them with a customized solution that they can depend on family health, especially from partner in dealing with. The song has been featured in numerous films davidfraymusic.com generic cialis and TV shows, including Bad Moms, South Park, Mary + Jane. “Hey Ya!” by OutKast Considered one of the greatest pop songs of this generation, ‘Hey Ya!’ is loved by both music critics and listeners.

বাঙ্গালির উন্নয়নে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া এবং বাংলা একাডেমি ইন্টারন্যাশনাল এগিয়ে চলেছে, প্রতিদিন যোগ হচ্ছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মানুষেরা। লিঙ্কের পেইজটি লাইক করে আপনি থাকতে পারেন, জানাতে পারেন বাঙ্গালির এগিয়ে যাবার মূলমন্ত্র। ধর্ম, বর্ণ, গোত্র নয় বরং আগামীর বাঙ্গালিরা হয়ে উঠুক আদর্শ মানুষ, যার জন্য সংগ্রাম করেছেন আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালিরা। এগিয়ে যাক বাংলা ভাষা, এগিয়ে যাক বাঙ্গালি।

আকাশ আনোয়ার | পরিচালক