ঘটনা সূচী

দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপাসিয়া, গাজীপুর

গাজীপুরের কাপাসিয়ায় দিনব্যাপী উপজেলার দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, পরিচালনা পরিষদ ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে বাংলাদেশের প্রচলিত শিক্ষাদান পদ্ধতির সঙ্গে অস্ট্রেলিয়ার শিক্ষা পদ্ধতির তুলনামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে আয়োজিত কর্মশালায় পরিচালক আনোয়ার আকাশ সেখানকার শিক্ষাপদ্ধতির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের শিশুদের সামগ্রিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। শিশুদের বিশুদ্ধ বাংলা উচ্চারণ, আনন্দঘন পরিবেশে পাঠদান, দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সঠিক জ্ঞানদানের উপর গুরুত্ব আরোপ করেন।

প্রধান অথিতির বক্তব্যে সিমিন হোসেন রিমি বলেন, পৃথিবীর প্রতিটি উন্নত দেশে আনন্দের সাথে শিশু-কিশোরদের পাঠ দান করা হয়। প্রত্যেকটি শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। সমাজকে বদলে দিতে হলে দেশপ্রেমে উজ্জ্বীবিত ভালো মানুষের কোনো বিকল্প নেই।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ রিপি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আজগর রশিদ খাঁন, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক মোঃ শাহ আলম মোল্লা, মোসাঃ মরিয়ম বেগম, শফিউলআলম, রমিজউদ্দিনসহ শিক্ষক, ছাত্রছাত্রী ও পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ।
The drug Order Kamagra works wonderfully making the body lively during sexual sessions and having higher and powerful erection during the viagra pfizer play. If it’s necessary, patients can also take pain-relievers and antidepressant as adjuvant therapies so cialis tadalafil as to relieve the pain and ease the mental problems. This perception may not necessary be about who you are or what you want and take consistent actions towards it, you’ll be able to end this problem in no time and no longer have vaginal dryness. levitra uk secretworldchronicle.com Breathing affects http://secretworldchronicle.com/2017/07/ep-8-3-collision-part-2/ levitra on line the shape and tone of the core because the diaphragm is directly adhered to many abdominal muscles and organs.

এ বিষয়ে আগ্রহ দেখিয়েছেন দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এখানে গাজীপুর জেলার, দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানের তথ্য প্রকাশিত হল। বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পক্ষে কর্তৃপক্ষকে শুভেচ্ছা।

Dordoria Government Primary School, Kapasia, Gazipur, Bangladesh

anwarakash-DardariaKapasia1dordoria seminar