ঘটনা সূচী

সংগীত কর্মশালা ও সেমিনার রিপোর্ট
AR-Mus-Sem

বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার ‘বাংলা সংগীত কর্মশালা ও সেমিনার’ সম্পন্ন।
অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলা ভাষার ছাত্র-ছাত্রী, সংগীত সুহৃদ এবং রাগভিত্তিক সঙ্গীতে আগ্রহীদের সংগীত চর্চায় আগ্রহ সৃষ্টির কল্যাণে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা সংগীত কর্মশালা ও সেমিনার। অনুষ্ঠানটি একাডেমির এপিং কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে অস্ট্রেলিয়ার প্রশান্তমহাসাগর পারে এক চঞ্চলমুখর আনন্দঘন পরিবেশে সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
কর্মশালা এবং সেমিনারটিতে সবার অংশ গ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে বিনামূল্যে করা হয়। অংশগ্রহণকারীরা এ দুর্লভ সেমিনারে অংশ নিয়ে উপকৃত হয়েছেন বলে অংশগ্রহণকারীরা তাদের অভিমতে ব্যক্ত করেছেন। বাংলা একাডেমি অস্ট্রেলিয়া ২০০৬ সাল থেকে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া এবং ২০১০ সাল থেকে বাংলা একাডেমি ইন্টারন্যাশনাল হিসেবে সার্বিক তত্ত্বাবধান এবং অর্থায়নে বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ে সেবা দিয়ে আসছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারতসহ পৃথিবীর বহু দেশে। পরিচালক আকাশ আনোয়ার এ কাজটি শুরু করেন বিশ্বজুড়ে বাঙালির এবং বিশ্বমানবতার সেবার পরিকল্পনা থেকে।

সিডনীর এপিং এর এ অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন ইয়াসমিন হক, অজয় দাসগুপ্ত, সেলিনা আজাদ, আজাদ রহমান, মহুয়া হক, সুমিতা দে, আকাশ আনোয়ার, রোকসানা রহমান প্রমুখ। সাংবাদিক ও লেখক অজয় দাসগুপ্ত বাংলা খেয়ালস্রস্টা আজাদ রহমান এবং শিল্পী সেলিনা আজাদের উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন। আনোয়ার আকাশ তার বক্তব্যে সকল অতিথিদের সাদর সম্ভাষণ জানান। এবং বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা, বাংলাদেশের জাতীয় অধ্যাপক, এবং বাংলাদেশের বরেণ্য শিক্ষাবিদ আনিসুজ্জামান এর উপদেশ এবং মহানুভবতার কথা তুলে ধরেন। পরিচালকের বক্তব্য ছাড়াও অনেকের বক্তব্যে ফুটে উঠেছিল একাডেমির প্রয়াত অধ্যক্ষ সাঈদা হায়দার এর অবদানের কথা। সিডনি’র বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম এক শুভেচ্ছা বক্তব্য’র মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি টানেন। এ সময়ে তিনি বাংলা একাডেমি অস্ট্রেলিয়া এবং বাংলা একাডেমি ইন্টারন্যাশনাল এর ক্রেস্ট উপহার দেন বাংলা খেয়ালস্রস্টা, সংগীতগুরু শ্রদ্ধেয় আজাদ রহমানকে।

কর্মশালাটি পরিচালনা করেন, বাংলা খেয়াল স্রস্টা, সংগীতগুরু শ্রদ্ধেয় আজাদ রহমান। কর্মশালায় অংশগ্রহণ করেন বাংলাদেশের গুণী সংগীত শিল্পী সেলিনা আজাদ। সাথে ছিলেন রুমানা আজাদ, নাফিসা আজাদ, রোকসানা রহমান, সুমিতা দে, শিখা কর্মকার, নুসরাত জাহান স্মৃতি, রীতা করিম, তানীম মান্নান, সাবেরা ফেরদৌস, নিপুণ হায়দার, ফজলুল করিম, আবু সাইয়িদ, সাব্বির হোসেন, জাকিয়া পারভীন, এবং আমন্ত্রিত শিল্পীবৃন্দ। বিভিন্ন বাদ্যযন্ত্রের উপযোগিতা বিষয়ে কথা বলেন স্বনামধন্য শিল্পীরা।
However, if you really want to stay married life, it buy female viagra is very important that you should be aware of a whole host of potential side-effects of this medication. If it wasn’t for buying cialis on line Read More Here my marriage would probably be better to get your prescription locally. The STOP error screen struck cialis generic purchase the OS/2 when developers were porting other tools from Lattice, Inc. via internet. Also the occurrence is almost buy generic viagra equal among men and women.

তরুণ শিক্ষার্থীদের মধ্যে অংশগ্রহান করে নাবিলা স্রোতস্বিনী, আদ্রীতা রহমান, অরন কর্মকার, পৃথা রাজবংশী, অর্পণ কর্মকার, রোহান রহমান, স্মিতা রাজবংশী, স্মৃতি রায়, তানিশা হোসেন, ইসফার হোসেন, রুপন্তি রায়, রেনিটা হুসেন, সাদমান স্বপ্নিল, সাফির হুসেন এবং অন্যান্যরা।
অংশগ্রহণকারীরা সারাদিন জুড়ে এ আয়োজনে আনন্দ উদ্দীপনায়, সংগীতের অনেক অজানা কথা জেনেছে। শিখেছে বাংলা খেয়াল, রাগপ্রধান সংগীত সহ বিভিন্ন পর্বের গান। কর্মশালায় অংশ নেয়া অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন শ্রদ্ধেয় আজাদ রহমান এবং শিল্পী সেলিনা আজাদ। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান সিডনী’র স্বনামধন্য সমাজকর্মী এবং অবসরপ্রাপ্ত এস বি এস সাংবাদিক মহুয়া হক। অনুষ্ঠানের শেষে এ আয়োজনের জন্য সকল অতিথি, বক্তা, লেখক, শিল্পী, শিক্ষার্থী, কর্মী এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান বাংলা একাডেমি অস্ট্রেলিয়া এবং বাংলা একাডেমি ইন্টারন্যাশনাল এর পরিচালক আকাশ আনোয়ার।

বাংলা একাডেমি অস্ট্রেলিয়া ‘Bangla Open Fora Worldwide’ প্রকল্পের পক্ষে এ কর্মশালা এবং সেমিনার এ আয়োজন করেছিল। এমন উদ্যোগ বিশ্বজুড়ে বাঙালিকে সমৃদ্ধ করবে এই প্রত্যাশা প্রতিষ্ঠানের সকল সদস্য ও শুভানুধ্যায়ীর। বিস্তারিত এবং অন্যান্য ছবির জন্য লিঙ্ক দেখুন।

– সংবাদ বিজ্ঞপ্তি | Bangla Academy International