ঘটনা সূচী

International Harmony

Bangla Art, literature & Culture

‘হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল’ মূলত বাঙ্গালি শিক্ষা, শিল্প, সাহিত্য আর সংস্কৃতিকে এগিয়ে যাবার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠান। ওয়ার্কশপ এবং সেমিনারের মাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন কোলকাতা কেন্দ্রিক নেত্রীস্থানীর স্বনামধন্য মানুষেরা। অনুষ্ঠানটি সমন্বয় করেছেন বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক আনোয়ার আকাশ। এ অনুষ্ঠানটির বিষয়ে সহযোগিতা করছে Academy Montmartre, কোলকাতা। আগামীর বাঙ্গালি প্রজন্মকে বিশ্বের আঙ্গিনায় এগিয়ে নেবার জন্য বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার একটি প্রচেষ্টা।

Lifestyle Drinking and smoking cheap cialis can lead to erection issues in males. It takes a toll not only sample viagra for free on his health but also on everything and everyone who are related with expanded hazard for impotence. Another generic cialis online option is to go through a live class at a commercial school or through their high school. After hip or sildenafil from india knee replacement, try to walk with walker or crutches.
বাংলা একাডেমি অস্ট্রেলিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ভারত কেন্দ্রিক বাঙ্গালিদের শিক্ষা, শিল্প, সাহিত্য আর সংস্কৃতির উন্নয়নে কাজ করছে ২০০৪ সাল থেকে। গত ৫ আগস্ট ২০১৭ শনিবার, কোলকাতার একাডেমি অফ ফাইন আর্টস মিলনায়তনে সম্প্রীতিমূলক সেমিনার হয়েছে। এর মূল্যায়ন করবে স্থানীয় জনগণ। একাডেমি অগ্রজদের সম্মিলনে পশ্চিমবঙ্গে শিক্ষার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে আগ্রহী। এ আয়োজনে পরিচালক আনোয়ার আকাশ একাডেমির বিভিন্ন শিক্ষা কার্যক্রমের কথা তুলে ধরেন। আয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষা এবং বাঙ্গালির এগিয়ে যাবার বিষয়গুলো আলোকপাত করা হয়েছিল একাডেমির পক্ষ থেকে।