ঘটনা সূচী

জয় গোস্বামী সাহিত্য আড্ডা

সিডনিঃ ১৫ নভেম্বর ২০০৮

বাংলা একাডেমি অস্ট্রেলিয়া আয়োজন করেছিল কবি জয় গোস্বামী সাহিত্য আড্ডা। বাংলা একাডেমির আমন্ত্রণে প্রখ্যাত কবি ‘জয় গোস্বামী’ সিডনীতে এসেছিলেন সাহিত্য আড্ডার অতিথি হিসেবে। সিডনীর সকল সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী মানুষের উপস্থিতিতে আমরা শুনেছি আমাদের অতীত ইতিহাসের কথা, কবি জসীম উদ্দিন এর প্রতি তাঁর ভালবাসার কথা, সাম্প্রতিক সময়ের বাংলা ভাষা ও সংস্কৃতির কথা। ব্ল্যাকটাউন বয়েজ হাই স্কুল মিলনায়তনে এ আসর বসেছিল ১৫ নভেম্বর ২০০৮ সালে।

বাঙ্গালির উন্নয়নে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া এবং বাংলা একাডেমি ইন্টারন্যাশনাল এগিয়ে চলেছে, প্রতিদিন যোগ হচ্ছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মানুষেরা। লিঙ্কের পেইজটি লাইক করে আপনি থাকতে পারেন, জানাতে পারেন বাঙ্গালির এগিয়ে যাবার মূলমন্ত্র। ধর্ম, বর্ণ, গোত্র নয় বরং আগামীর বাঙ্গালিরা হয়ে উঠুক আদর্শ মানুষ, যার জন্য সংগ্রাম করেছেন আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালিরা। এগিয়ে যাক বাংলা ভাষা, এগিয়ে যাক বাঙ্গালি।
The online ordering viagra size of the device is more important than you might think. This is viagra vs generic kind of the like the plumbing in an old house. levitra generika probe Any blood vessel is at risk of injury. In other words, you pay less for the viagra uk regencygrandenursing.com same drug in the rest of the world.

কবি জয় গোস্বামীকে নিয়ে বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার স্মৃতিকথা এবং আগামীর পরিকল্পনার কথাগুলো তুলে ধরা হবে
জয় গোস্বামী ফ্যান ক্লাব ফেসবুক এ।

আকাশ আনোয়ার | পরিচালক