ঘটনা সূচী

বাংলাদেশে শিক্ষার উন্নয়ন

শিক্ষাই জাতির মেরুদণ্ড, বাংলা একাডেমি অস্ট্রেলিয়া বিষয়টি অনুধাবন করে মৌন থাকেনি। ২০১৭ সালের শুরুতে একাডেমি এ বিষয়ে কাজ শুরু করে। দেশে শিক্ষার মান আশঙ্কাজনক হারে নিচে নেমে গেলে অধিকাংশ ছাত্র-ছাত্রী যে সার্টিফিকেট নির্ভর শিক্ষায় গা ভাসিয়ে চলে, আর তাই পরিচালক আনোয়ার আকাশ বেশ কিছু স্কুল পরিদর্শন করেন। যদি এ ধারা অব্যাহত থাকে তবে অচিরেই সকল ক্ষেত্রে সার্টিফিকেট কেনা বেচার শিক্ষা পদ্ধতিকে ঠেকাতে পারবেনা বাঙ্গালি। এতে করে কোমলমতি শিক্ষার্থীদের জীবনে নেমে আসতে পারে সীমাহীন দুরবস্থা। বাংলা একাডেমি অস্ট্রেলিয়া শিক্ষার মান উন্নয়নে কাজ করছে প্রায় এক যুগ ধরে। একাডেমি আশা করে আমাদের আগামী প্রজন্ম এ সঙ্কট থেকে উঠে আসবে। তারা হয়ে উঠুক এই দেশের যোগ্য নাগরিক।

এ বিষয়ে আগ্রহ দেখিয়েছেন দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এ কার্যক্রমে যারা অংশ নিয়েছেন তাদের জন্য বাংলা একাডেমি অস্ট্রেলিয়া আগামীতে শিক্ষা উপকরণ এবং দ্বিপক্ষীয় উন্নয়নের কথা ভাবছে। যে কোন শিক্ষা প্রতিষ্ঠান এ বিষয়ে তাদের আগ্রহের কথা পরিচালক, বাংলা একাডেমি অস্ট্রেলিয়া বরাবর লিখে জানাতে পারেন। এ পর্যন্ত যারা এ কার্যক্রমে অংশ গ্রহণ করেছে তাদের নাম দেয়া হল। সবাইকে বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পক্ষে একরাশ শুভেচ্ছা।

Two studies consisting of 1519 men from 13 countries across the world were involved in two studies of two medications to treat heart disease; the researchers found that the drug was more successful in sexually arousing penis than treating heart disease. viagra ordination appalachianmagazine.com It should be taken purchasing viagra australia orally as instructed by your physician to use them, you can even fix an appointment with the physical therapist will evaluate your posture and your cervical spine, your neck and moves. The natural ingredients in generic viagra price this formula work together to maintain required blood flow in the area, and hence aid in maintaining full erection. Headache, stomach upset, buy viagra online in nausea, body ache, etc. form some of the temporary side- effects.
Kingshuk Cooperative Limited, Dhaka, Bangladesh
Senhati High School, Degholia, Khulna, Bangladesh
Panchgachia AZK High School & College, Feni, Chittagong, Bangladesh