ঘটনা সূচী

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ভালোবেসে | মেলবোর্নে বিতর্ক প্রতিযোগিতা

MelbDbtlok

তারিখ – ১৩ অক্টোবর ২০১৯ | রবিবার | বিকেল ৪:৩০ মিনিট থেকে

বিষয় – সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাঙালি জাতি

বাংলা একাডেমি অস্ট্রেলিয়া বাঙালি শিক্ষার্থীদের মানস গঠনে শিক্ষা ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সমাজের শ্রেণী বৈষম্য দুর করতে সুবিধাবঞ্চিতদের দিকে দৃষ্টিপাত করা সবার কর্তব্য। সুবিধাবঞ্চিতদের সাহায্যার্থে এবার মেলবোর্নে বসতে যাচ্ছে একটি বিতর্ক প্রতিযোগিতার আসর। একাডেমির পরীক্ষামূলক এসব কার্যক্রম বিশ্বজুড়ে বাঙালির ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে পরীক্ষামূলক ভাবে বিভিন্ন সময়ে সংযোগিত হয়েছে। এমন প্রতিযোগিতা থেকে শিক্ষার্থীরা যেমন নিজেদের নেতৃত্ব এবং দক্ষতা অর্জনের সুযোগ পাবে, তেমনি আনন্দঘন পরিবেশে তারা শিখতে পারবে। সবার প্রতি উদাত্ত আহবান রইল মেলবোর্নে আলোকের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ভালোবেসে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবার।

আগ্রহী ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা ইনবক্সে ইমেইল ও মোবাইল নাম্বার সহ যোগাযোগ করুন। এসময়ে তথ্যচিত্র নির্মাণের জন্য ফুটেজ নেয়া হবে। আপনার আগ্রহের কথা জানিয়ে দিন। যারা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবে তাদের জন্য মেলবোর্নে ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর এর জন্য একটি প্রস্তুতি মুলক সভায় বিতর্কের বিষয়ে একটি প্রশ্নোত্তর পর্ব’র  আয়োজন চলছে। সবাইকে বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার ফেসবুক ফ্যান পেইজে যুক্ত থাকার পরামর্শ দেয়া যাচ্ছে।  বিস্তারিত – https://www.facebook.com/BanglaAcademyAustralia/
Stress is one of the most common factors in men that affect their sexual life cialis soft 20mg a lot. The side effects which come with this drug are rare and very less when compared to the original http://frankkrauseautomotive.com/testimonial/great-place-to-buy-a-vehicle/ sildenafil super active. So consumers have many options on where to buy Propecia online go to these guys online prescription for viagra UKUK is one of the major markets of Propecia. The structure of his face changed as well with many surgeons speculating that Jackson had undergone multiple cialis 40 mg nose operations, a forehead lift, thinned a cheekbone operations along with lips.

মেলবোর্নের বাংলা শিক্ষা কেন্দ্র ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুল এর একদল নিরলস বাঙালি বাংলা শিক্ষায় অবদান রেখে চলেছেন বহু বছর ধরে। এই শিক্ষা কেন্দ্রে বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক আকাশ আনোয়ার মত বিনিময় করেছেন স্কুলের শিক্ষার্থীদের সাথে, স্কুল কর্তৃপক্ষের সাথে। এসময়ে বাংলা শিক্ষায় একটি সমন্বিত সিলেবাস এর ওপর গুরুত্ব দেন তিনি। এ ছাড়াও তিনি নিউ সাউথ ওয়েলস এ বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার কার্যক্রমগুলো তুলে ধরেছিলেন। মেলবোর্নের বাঙালি ছেলে মেয়েদের বাংলা শিক্ষায় এবার যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন চলছে, এ প্রতিযোগিতা তখনই ফলপ্রসূ হবে যখন স্থানীয় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেবে। এমন শিক্ষা মূলক কাজে ছেলে-মেয়েরা যেমন নিজেদের মাঝে বন্ধুতা গড়তে পারে, তেমনি প্রতিযোগিতা মূলক বিতর্কে নেতৃত্ব সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং নিজেদের পরিশীলিত করতে পারে। স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলাপে সিদ্ধান্তে হয়েছে আলোকের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার দিতে আমরা এ কাজ করছি। সম্ভব হলে আপনিও আর্থিক সহায়তা দিতে পারেন।

দুঃখজনক হলেও সত্য, মহান একুশ আর মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাই দেশে খুব বেশী উপেক্ষিত হয়েছে। লাগামহীন দুর্নীতির কবলে পড়ে নিষ্পেষিত হচ্ছে সোনার দেশের সোনালী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা। এমন একটি প্রয়াসের জন্য চাই সবার সক্রিয় অংশগ্রহণ। প্রত্যাশা করি আপনাদের অংশগ্রহণেই অনুষ্ঠানটি সুন্দর এবং সার্থক হয়ে উঠবে। এ বিষয়ে আপনার মতামত লিখে জানান। বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার ইমেইল ঠিকানায়।

সম্প্রতি আলোক স্কুলের প্রতিষ্ঠাতা রাশেদা নাসরিন অস্ট্রেলিয়া এসেছেন দেশের বরেণ্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন এর সাথে। তিনি এ মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তিনি বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য Alok স্কুলটি পরিচালনা করছেন। তিনি নিজে যেমন এদের শিক্ষা দেন তেমনি অসংখ্য মেধাবী শিক্ষক নিয়োগ দিয়ে এই সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এগিয়ে নিচ্ছেন। মূলত নিজের দুই সন্তান, পরিবারের সদস্য এবং বন্ধুস্বজনের আর্থিক আনুকূল্যে তিনি স্কুলের ২৩ জন শিক্ষক এবং পাঁচ শতাধিক শিক্ষার্থীর সকল ব্যয়ভার বহন করে চলেছেন। সম্পূর্ণ ব্যক্তিগত এ প্রচেষ্টা প্রশংসনীয় ভেবেই বাংলা একাডেমি অস্ট্রেলিয়া এ মহৎ উদ্যোগে অংশ নিচ্ছে। আপনার মতামত এবং আলোক স্কুলের প্রতি আপনার সহানুভূতি জানাবার এবং আর্থিক অনুদান দেবার এখনই সময়। এ ছাড়াও অনুষ্ঠান সম্পর্কে জানতে পারেন বিতর্ক প্রতিযোগিতার মিডিয়া পার্টনার গান বাকসো FB/gaanbaksho পেইজ থেকে।

কর্তৃপক্ষ | বাংলা একাডেমি অস্ট্রেলিয়া