লোগো ও বাংলা একাডেমি অস্ট্রেলিয়া

বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার প্রথম লোগোটির ডিজাইন করেন সিডনীর স্বনামধন্য গ্রাফিক ডিজাইনার মিশু রহমান Mishu Rahman। এ লোগোটি নিয়ে একাডেমি দীর্ঘদিন পথ চলেছে। পরবর্তীতে একাডেমির ক্রমবর্ধমান কাজের ক্ষেত্র সম্প্রসারণে এবং অন্যান্য কাজের কথা বিবেচনা করে নূতন করে এ লোগোর ডিজাইন আহ্বান করা হয়। ২০১৩ সালে বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার লোগোটি নূতন করে ডিজাইন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান এবং এসোসিয়েট প্রফেসর ডঃ মাকসুদূর রহমান Dr. Maksudur Rahman। আমরা তাঁদের দু’জনকে একাডেমির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।

বাংলা একাডেমি অস্ট্রেলিয়া সৃষ্টির পর থেকেই অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে একাডেমির নানাবিধ সুযোগ, সুবিধা দিয়ে আসছে। এখানে নূতন ও পুরনো লোগো দু’টি সন্নিবেশিত হল।

New Bangla Academy Australia logo
Diabetes: This condition is estimated that 35% to 75% of men who suffer from the metabolic disease of diabetes mellitus experience a varying degree of erectile dysfunction and not everyone will have the same cialis super active ‘feeling’ so as to speak. Regular use of Musli Kaunch tadalafil free shipping Shakti capsule is really an exotic herbal remedy for low testosterone production. It’s truly tricky to overestimate the mental effect the ED medications had on male populace all in free sample viagra all, since these prescriptions give another opportunity to the ED sufferers. Other exotic herbal ingredients of Musli Power X-Tra make it free canada sildenafil from any side effects.
baalogo

Old Bangla Academy Australia logo
BAA logo.com

বাংলা ভাষাকে অস্ট্রেলিয়ায় এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা দেবার লক্ষ্যে ২০০৬ থেকে স্থায়ী ভাবে ‘বাংলা একাডেমি অস্ট্রেলিয়া’ গঠনমূলক কাজ করে যাচ্ছে। চাইলে আপনিও এর গর্বিত সদস্য হতে পারেন। সদস্য হবার আবেদন করুন।