ব্রিসবেন, কুইন্সল্যান্ড

Brisbane-story_e

বাংলা একাডেমির কুইন্সল্যান্ড শাখার সভা

ডঃ মুহম্মদ সিদ্দিকী, ব্রিসবেন (অস্ট্রেলিয়া) থেকে | আপডেট: ১৯:৩৯, জানুয়ারি ০৫, ২০১৬ (দৈনিক প্রথম আলোয় প্রকাশিত) 

বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার আয়োজনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ব্রিসবেন প্রবাসী বাংলাদেশিরা। শুরুতে তাদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। ২ জানুয়ারি শনিবার Seventeen miles Rock Riverside পার্কে বাংলা একাডেমি কুইন্সল্যান্ড শাখার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রিসবেন নদীর কোল ঘেঁষে মনোরম পরিবেশে এ আয়োজনে জড়ো হয়েছিলেন বাংলাদেশিরা।

অনুষ্ঠানে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় একাডেমির পরিচালক আনোয়ার আকাশ অনুষ্ঠানের শুরুতেই একাডেমির উপদেষ্টা বাংলাদেশের দেশবরেণ্য শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের শুভেচ্ছা বাণী সবাইকে পৌঁছে দেন। এরপর শুভেচ্ছা বার্তা জানান সম্প্রতি অস্ট্রেলিয়ায় আগত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম। তিনি বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার কোয়ালিটি ইন হায়ার এডুকেশন প্রকল্পের একজন সম্মানিত সদস্য।

অনুষ্ঠানের মূল ভাবনা ছিল কুইন্সল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে বাংলা ভাষার অমিয় বারতা পৌঁছে দেওয়ার কাজের গুরুত্ব আরোপ করা। উপস্থিত সুধীজনদের মধ্যে স্থানীয় কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, কুইন্সল্যান্ড কারিগরি বিশ্ববিদ্যালয়, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অনেক প্রতিনিধি তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। অধ্যাপক তপন সাহা, এ কে এম শাহিনুজ্জামান, লাইলাক শহীদ, ড. শামসুল আরেফিন ভূঁইয়া, মাহমুদুল আলম খান, শাহেদ সদরুদ্দিন, সঞ্চিতা খান, অনুপ সরকার, কাজী নূরে আলম ও নাজমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মূল আলোচক ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার আকাশ। তিনি একাডেমির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রমের ওপর স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরেন। এরপর উপস্থিত সুধীজনের প্রশ্নের উত্তর দেন।

উল্লেখ্য, বাংলা একাডেমি অস্ট্রেলিয়া ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে ২০১১ থেকে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অভিপ্রায় নিয়ে বাংলা একাডেমি ইন্টারন্যাশনালের মাধ্যমে যাত্রা শুরু করেছে | কুইন্সল্যান্ডবাসী স্বাগত জানায় বাংলা একাডেমি ইন্টারন্যাশনালের কার্যক্রমকে।
There are 7 different sexual super-foods, each containing a different selection of natural ingredients and discount here buy levitra therefore each targeting different areas of sexual skill. Based on the previous study report, Kamagra at 50mg or 100mg helped approximately 4 out of 5 men to achieve errections to have hard enough sex.The genral dosing frequency of sildenafil sales is once per day. Unawareness, myths, false notion, guilt and superstition linked to sexual aspects in the minds of the persons who are suffering from erectile cialis in the uk dysfunction. One option for prostate cancer treatment cheap tadalafil canada that has proven very effective in treating ED.

আলোচনায় আনোয়ার আকাশ বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল গুণী সদস্যদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ কাজের সঙ্গে যুক্ত হতে চাইলে বিশ্বের যে কেউ তাদের আগ্রহের কথা একাডেমির ওয়েবসাইট থেকে জানাতে পারবেন। একাডেমির ওয়েবসাইটের নতুন একটি সংস্করণ পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে। যার ঠিকানা www.banglaacademy.com ;http://www.banglaacademy.com

গত বছর ৭ সেপ্টেম্বর ভিক্টোরিয়ায় একটি সেমিনারের মধ্য দিয়ে সেখানে একাডেমির কার্যক্রম শুরু হয়। অবিচল আস্থায় ভিক্টোরিয়ার বাঙালিরা সেদিন যূথবদ্ধ হয়েছিলেন। মেলবোর্ন শহরের প্রাণকেন্দ্র আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার শহীদদের স্মরণের মধ্য দিয়ে ড. প্রতীশ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সে কার্যক্রমের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন ভিক্টোরিয়াবাসী বাংলাদেশিরা। অধ্যাপক শরিফ আস-সাবেরের নেতৃত্বে ড. সানিয়াত ইসলাম ও মোরশেদ কামাল সমন্বয়ের কাজ করছেন। এ কাজের সঙ্গে যুক্ত হয়েছেন ভিক্টোরিয়ার অসংখ্য বাংলাদেশি। এ ছাড়াও একাডেমি রেডিও বাংলা এডিলেডের আমন্ত্রণে দক্ষিণ অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে একটি আলোচনা পর্ব শেষ করেছে গত ১৯ আগস্ট (২০১৫)। একাডেমির পরিচালক এ দিন সকলের সহৃদয় এগিয়ে আসার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

ব্রিসবেনে বছরের শুরুতে মায়ের ভাষার কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেছেন অনেকেই। পরিচালকের সঠিক তথ্য-উপাত্ত উপস্থাপন, অনুষ্ঠানে মানুষের স্বতঃস্ফূর্ত আলাপ, একাডেমি সম্পর্কে জানতে চাওয়া দেখে মনে হয়েছে বিষয়টির সঙ্গে সবাই যুক্ত থাকতে চান। কুইন্সল্যান্ডের অসংখ্য বাংলাদেশির একাডেমির কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে চাওয়াটা নিঃসন্দেহে আনন্দের।

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষাবিদ অধ্যাপক তপন সাহা ও ড. মুহম্মদ আলাউদ্দিনকে উপদেষ্টা করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সাড়া দিয়েছেন অসংখ্য মানুষ। পর্যায়ক্রমে এ কমিটি পরীক্ষামূলকভাবে কাজ আরম্ভ করবেন এবং সময়মতো কমিটির সবাইকে পর্যায়ক্রমে পরিচয় করিয়ে দেওয়া হবে। এই কাজকে এগিয়ে নিতে কুইন্সল্যান্ডের সকল বাঙালিকে যূথবদ্ধ হওয়ার অনুরোধ করা হয়েছে একাডেমির কুইন্সল্যান্ড শাখার পক্ষ থেকে।
অস্ট্রেলিয়ার বড় রাজ্যগুলোতে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া ইতিমধ্যে শাখা স্থাপন করেছে। এর মধ্যে আছে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া ও কুইন্সল্যান্ড। এ কার্যক্রমের সঙ্গে অন্য রাজ্যগুলোকেও তাদের আগ্রহের ভিত্তিতে যোগ করা হবে।

মাঝে খাবার দাবারের একটি ছোট্ট বিরতিসহ পুরো অনুষ্ঠানটি ছিল তথ্যসমৃদ্ধ। দূর দূরান্ত থেকে আসার জন্য একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানের সভাপতি ড. মুহম্মদ আলাউদ্দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।