অস্ট্রেলিয়ার জাতীয় কাউন্সিলে বাংলা ভাষার সংযোজনে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া

৯-১১ আগস্ট ২০১০ | নিউ সাউথ ওয়েলস্ পার্লামেন্ট হাউজ
বাংলা একাডেমী অস্ট্রেলিয়া গত ৯-১১ আগস্ট ২০১০ অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার সকল রাজ্য সরকারের কেন্দ্রীয় পাঠাগার গুলোর সমন্বয়ে গঠিত প্রথম জাতীয় কাউন্সিলে (My Language Conference 2010) বাংলা ভাষাকে বিশ্বের আরো ৬৪টি ভাষার মাঝে নিয়ে আসার দুর্লভ সম্মান অর্জন করে।  নিউ সাউথ ওয়েলস্ এর পার্লামেন্ট হাউজ এবং নিউ সাউথ ওয়েলস্-এর কেন্দ্রীয় পাঠাগারে তিন দিনব্যাপী এ আয়োজনে অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের গ্রন্থাগারিক ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। বাংলা একাডেমী অস্ট্রেলিয়া এ আয়োজনের গর্বিত স্পন্সর। বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার ওয়েব সাইট এবং লোগোটি ‘বাংলা’ লেখার সাথে তাদের ওয়েব সাইটে স্থান পায়। এর ফলে কেন্দ্রীয় সরকার বাংলা ভাষা জাতীয় কাউন্সিলে যোগ করে।

ফলশ্রুতিতে নাগরিক সুবিধার ক্ষেত্র গুলোতে বাংলা ভাষার ব্যবহার বেড়ে যায়। বাংলা একাডেমি সর্বতোভাবেই চাইছে অন্যান্য ভাষার সাথে সাথে বাংলার প্রসার আরও বাড়ুক। আর তাই এখন প্রয়োজন জুথিবদ্ধ হওয়া। সকল সচেতন বন্ধুদের একাডেমির ওয়েব সাইটের মাধ্যমে এ প্রকল্পে যোগ দেবার অনুরোধ করছি।

However, these medications are quite expensive and not everyone can afford the viagra wholesale uk made by Pfizer or use generic anti-impotency medicine that is cost effective. Kamagra is one among some wonderful cipla cialis browse that inventions of medical science has made the world wondering. OTC (over the counter) remedies tend to be ineffective for men who are showing symptoms. canada cialis 100mg The duration of male erection issues can be eliminated viagra price canada permanently.
অস্ট্রেলিয়ার রাজ্য সরকারের কেন্দ্রীয় পাঠাগার গুলোর উদ্যোগে এ প্রকল্প আলোর মুখ দেখেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে জাতীয় পর্যায়ে গঠিত এ সংস্থা প্রায়  তিন বছর পর নিষ্ক্রিয় হয়ে পড়ে। ওয়েব সাইটটি www.mylanguage.gov.au দীর্ঘদিন চলতে চলতে থেমে গেছে। থেমে যাওয়া ওয়েব সাইটের একটি লিঙ্কের নমুনা দেয়া হল।

এ স্পন্সরের মাধ্যমে অস্ট্রেলিয়ার জাতীয় পর্যায়ে বাংলা ভাষার প্রয়োগ বৃদ্ধি পায়। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি পায়। বাংলা ভাষাকে অস্ট্রেলিয়ায় এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা দেবার লক্ষ্যে ২০০৬ থেকে স্থায়ী ভাবে বাংলা একাডেমি গঠনমূলক কাজ করে যাচ্ছে। চাইলে আপনিও এর গর্বিত সদস্য হতে পারেন। সদস্য হবার আবেদন করুন।