স্মৃতির পাতায় বাংলা একাডেমি অস্ট্রেলিয়া 

past

সুদীর্ঘ এগারো বছর কেটেছে। শূন্য থেকেই শুরু। দুরু দুরু বক্ষে যাত্রা। এর পর একটি একটি করে সপ্তাহ কেটেছে। বড় দীর্ঘ সে সপ্তাহ গুলো। আনন্দ বেদনার অজস্র কাব্য মনের মনি কোঠায় জমা হয়ে আছে। এপিং ব্যাপ্টিস্ট চার্চের দুটি কক্ষ সাপ্তাহিক ভাড়া নিয়ে একাডেমির যাত্রা শুরু।

যারা এখনো একাডেমির সাথে আছেন তাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই যারা বিভিন্ন কারণে একাডেমির সাথে যুক্ত থাকতে পারেননি। প্রবাসে এভাবে যূথীবদ্ধ থাকা খুব সহজ নয় একথাও অনস্বীকার্য। একদিন আমরা কেউ থাকবোনা। বাংলা একাডেমি সবার জন্য সেবাদানের লক্ষ্যে একটি প্রতিষ্ঠান হয়েই থেকে যাবে এটাই আমাদের প্রধান লক্ষ্য। আমি আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবো, আপনারা সৃষ্টির আনন্দে এগিয়ে আসুন। আগামী দিনের শ্রেষ্ঠ বাঙ্গালী হয়ে পৃথিবীর মানচিত্রে বাংলা ভাষাকে আপনারাই পারেন মর্যাদা দিতে।

আমাদের এ পাতায় আর্কাইভের তথ্য ক্রমান্বয়ে সংযোজন করা হবে।

২০০৪ থেকে ২০০৬ অব্দি গবেষণার পর বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার গোড়াপত্তন হয়েছিল এপিং এর একটি চার্চ হলে। ‘ফিরে চল মাটির টানে’ শীর্ষক একুশে ফেব্রুয়ারী উদযাপনের একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে সিডনির মানুষ স্বাগত জানায় এই উদ্যোগকে। সময়ের স্রোতে এগিয়েছে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া। একাডেমির শুরু থেকে অদ্যাবধি অসংখ্য মানুষ এ একাডেমির সেবা নিয়েছেন এবং এর কল্যাণে কাজ করেছেন। একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।

২০০৬ সালে একাডেমি সিডনির এপিং এলাকায় ওয়েস্ট এপিং পাবলিক স্কুলে একটি স্কুল খোলার মধ্য দিয়ে একাডেমি যাত্রা শুরু করে। এর পর ২০০৭ এ দ্বিতীয় স্কুল খোলা হয় ব্ল্যাকটাউন এলাকার ব্ল্যাকটাউন বয়েজ হাই স্কুলে। মুল শাখা এপিং থেকে স্কুলটির দূরত্ব ৩০ কিলোমিটার। এর পর ২০০৮ এ খোলা হয় ইঙ্গেলবার্ন এলাকার বাংলা স্কুল ইঙ্গেলবার্ন পাবলিক স্কুলে।  মুল শাখা এপিং এর সাথে স্কুলটির দূরত্ব ৫০ কিলোমিটার। অস্বাভাবিক দূরত্বের কারণে এবং স্কুলটিতে দায়িত্ববান মানুষের অপ্রতুলতার কারণে স্কুলটি এক বছর পর থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছে। ২০১৩ সালে ক্রম বর্ধমান চাহিদার প্রেক্ষিতে স্কুল খোলা হয় লাকেম্বা ওয়াইলি পার্ক এলাকা সংলগ্ন ‘পাঞ্চবোল বয়েজ হাই স্কুলে। মুল শাখা এপিং থেকে স্কুলটির দূরত্ব ৩০ কিলোমিটার।

বাংলা একাডেমি গোড়া পত্তনের পর স্কুলের কাজে বা একাডেমির কাজে অনেকেই অতীতে সময় দিয়েছেন এবং বর্তমানেও সময় দিয়ে চলেছেন। এ ছাড়াও অনেকেই সাম্প্রতিক সময় গুলোতে একাডেমির সাথে কাজ করার জন্য আবেদন করেছেন। তাঁদের জন্য রইল কৃতজ্ঞতা। অনেকেই ব্যক্তিগত বা পারিবারিক কারণে একাডেমিতে যুক্ত থাকতে পারেননি। তবে যারা এখনো যুক্ত আছেন তাঁরা নিঃসন্দেহে শ্রদ্ধার যোগ্য। একাডেমির পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধেয় ফজলে কাদের ফারুক, সাইদা হায়দার, শারমিন সফিউদ্দিন, ডাঃ রেজা আলী, রিজওয়ানা আলী, অনিন্দিতা আহমেদ, প্রভুংশু অরহন্ত, ফিরোজ আলী, নেওয়ার খান, সুদীপ্ত বসু, নীহারিকা আলী, ডঃ হাসান শাহেদ সফি, হাসান মাহমুদ সফি, হোসনে আরা সফিউদ্দিন, ফেহমিন ফরাসউদ্দিন, রোকসানা রহমান, ডাঃ আয়াজ চৌধুরি, শ্যারন দৌলা, ডাঃ শরীফ উদ-দৌলা, আদিব হোসেন, ডঃ মোস্তফা শেখ, আরিফ আহমেদ, নুরুল আলম, ফারহানা শামা নাজ, নুসরাত আহমেদ, রওশন পারভীন, ফারজানা রহমান, ডঃ যুবায়ের হাসান, নুসরাত হুদা কান্তা, মানিজে আবেদিন, শাহীন শাহ্‌নেওয়াজ, শরিফা শারমিন, ইসরাত আরা, মাহমুদা আক্তার, খাইরিয়া হক, লুনা চৌধুরী, ডঃ শাবানা হক, তাবাসসুম মাহজাবীন, ডাঃ মাসরেকা সারোয়ার, নায়না শহীদ, তানিয়া চৌধুরি সহ অনেকের কথাই মনে পড়ছে। যাঁদের সহযোগিতা বাংলা একাডেমি অস্ট্রেলিয়াতে স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

মহান ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের মহান শহীদ সহ অসংখ্য মানুষের দীর্ঘ সাধনা, রক্ত-ঘাম আর কঠোর পরিশ্রমের ফসল আজকের বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গের মায়ের ভাষাও বাংলা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতের ত্রিপুরা রাজ্য এবং অসমের বরাক উপত্যকা বাঙালি জাতি অধ্যুষিত বঙ্গঅঞ্চলের অন্তর্গত। সবাই মায়েরই বন্দনা করেন। বায়ান্নের ভাষা আন্দোলনে ভাষার দাবীতে সোচ্চার হয়েছিল বাঙ্গালী সেদিন। সবার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।

ধন্যবাদ সহ,
– আনোয়ার আকাশ, পরিচালক

First message from the school
Bangla Academy Australia is a community focused institution dedicated to promoting and fostering the Bangla language, culture and heritage in the hearts and minds of the budding Bangla speakers and people from a non Bangla speaking background.

With a continually changing program of education, there is always something new, exciting and inspiring for all age groups to experience at BAA.

Typically, most of the online driving schools have been here for free viagra in australia almost a decade now; but they haven’t been too popular till recently. This cheap cialis pills type of medicine is not so much available in the denomination of 240, 180, 120 and 60 capsules at online stores. Men face quite embarrassment while disclosing about this particular problem and some of them do not even take it seriously and they let it go viagra store in canada untreated. But occasional impotence condition might be a little more difficult for them to manage losses from the riskiest borrowers thereby forcing levitra brand cheap the cost of those risks to be spread across all card holders.