বর্ণমালা | আদর্শ লিপি ও সরল বর্ণ পরিচয়

স্বরবর্ণ | Vowels

অ –   অসৎ সঙ্গ ত্যাগ করো
আ –   আলস্য দোষের আকর
ই –   ইক্ষু রস অতি মিষ্ট
ঈ –   ঈশ্বরকে বন্দনা কর
উ –   উগ্রভাব ভাল নয়
ঊ –   ঊর্ধ মুখে পথ চলিও না
ঋ –   ঋষিবাক্য শিরোধার্য
এ –   একতা সুখের মূল
ঐ –   ঐশ্বর্য রক্ষা করা কঠিন
ও –   ওষধি ফল পাকিলে মরে
ঔ –   ঔদার্য অতি মহৎ গুণ

ব্যঞ্জনবর্ণ বর্ণ | Consonent

ক –  কটুবাক্য বলা অনুচিত।
খ –  খলকে বিশ্বাস করো না।
গ –  গর্ব করা ভালো নয়।
ঘ –  ঘন মেঘে বৃষ্টি হয়।
ঙ –

চ –  চন্দ্রকিরণ অতি স্নিগ্ধ।
ছ –  ছলনা করা বড় দোষ।
জ –  জনক-জননী অতি পূজ্য।
ঝ –  ঝগড়া করলে বিপদ ঘটে।
ঞ –  

ট –  টাকার অহংকার ভালো নয়।
ঠ –  ঠকের বাক্য অবিশ্বাস্য।
ড –  ডুমুর ফুল দেখা যায় না।
ঢ –  ঢাকা বাংলাদেশের রাজধানী।
ণ –  
However, it is also noticed that the effect of one dosage reflects for half a day. viagra online look at here Impulses sent from the brain and the local nerves cause the muscles of the reproductive organ levitra samples find this to relax making blood to flow and phosphodiesterase type 5 that reduces erections. People who are old can also go for cialis india online , viagra and kamagra, which are also claimed to be over 2,500 many years old. cialis generika http://respitecaresa.org/event/winter-break-camp-ages-3-5/ These last a week, a month, and over a month, respectively.

ত –  তপস্বীরা বনে থাকেন।
থ –  থপ থপ করে ব্যাঙ চলে।
দ –  দরিদ্রকে অন্ন দান করো।
ধ –  ধর্মপথ অবলম্বন করো।
ন –  নম্র হতে চেষ্টা করো।

প –  পণ্ডিত লোক সভার প্রিয়।
ফ –  ফল দ্বারা বৃক্ষের পরিচয় হয়।
ব –  বন্ধুর হিত করা কর্তব্য।
ভ –  ভগ্নোৎসাহ হইও না।
ম –  মন দিয়ে বিদ্যাভ্যাস করো।

য –  যত্ন করলে রত্ন মিলে।
র –  রবির কিরণ অতি প্রখর।
ল –  লম্ফ দিয়ে পথ চলিও না।
শ –  শঠকে বিশ্বাস করো না।
ষ –  ষড়ঋতুর দেশ বাংলাদেশ।
স –  সৎ পুত্র কুলের ভূষণ।
হ –  হঠকারিতা বড় দোষ।
ড় –  
ঢ় –  
য় –
ৎ – খণ্ড ত | ত এর খণ্ডিত রূপ
ং – অনুঃস্বর ঙ এর খণ্ডিত রূপ –
ঃ – বিসর্গ হ্ এর আরেকটি রূপ –
ঁ – চন্দ্রবিন্দু | সানুনাসিক স্বর –

ক্ষ –  ক্ষমা প্রদর্শন দেব ধর্ম।