একটি অনন্য বাংলা স্কুল
BCCDI Bangla School – Washington DC

DC-Bangla

মানুষের বিশ্বাস আর ভালোবাসার এক ভীষণ শক্ত ভীতের উপর দাঁড়িয়ে আছে এমেরিকার ওয়াশিংটন ডিসির বিসিসিডিআই বাংলা স্কুল। দীর্ঘ একত্রিশ বছরের যাত্রা পথে শত মানুষের দৃঢ় প্রত্যয়ী নেতৃত্ব এর কার্যক্রমকে করেছে বলীয়ান আর হাজারো মানুষের মনে ঠাঁই করে নিয়েছে বাংলা স্কুল একটি সুদূর প্রসারী স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে। বাংলা স্কুল আজ “Home of New Generation Bengali Abroad” প্রতীকে প্রথম আর দ্বিতীয় প্রজন্মের মেলবন্ধন।

যাত্রা পথে বাংলা স্কুল গড়েছে কত অসংখ মাইল ফলক।  এই বাংলা স্কুল এর হাত ধরেই ওয়াশিংটনে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছিল বাংলাবর্ষ বর্ণের বৈশাখী মেলার আয়োজন।  বাংলা স্কুল আয়োজন করেছিল ওয়াশিংটনের মাটিতে প্রথমবারের মতো বাংলার শাশ্বত পিঠা উৎসবের আয়োজন। বাংলা স্কুল ভাষার প্রতি  শ্রদ্ধার্গ রেখে তৈরী করেছিল ওয়াশিংটনের প্রথম শহীদ মিনার। বাংলা স্কুল আয়োজন করেছিল ওয়াশিংটনের মাটিতে প্রথমবারের মতো বড়ো আকারে হাজারো মানুষের উপস্থিতিতে বিজয় দিবসের অনুষ্ঠান। মানুষ গড়ার কারিগর বাংলা স্কুল প্রবাসে বাংলা ভাষা আর তার দ্যুতিময় সংস্কৃতির মঙ্গোল বাহনে আজ সমাসীন।

বাংলা স্কুল এর উত্তরোত্তর সমৃদ্ধির প্রধান নিয়ামক এর ছাত্র – ছাত্রীদের অসাধারণ বুদ্ধিমত্তা, অদম্য মনোবল আর অজানাকে জয় করার আগ্রহ।
বাংলা স্কুল এর শিক্ষিকা আর শিক্ষকরা এ জয়ের যাত্রা পথের সারথি। দেশমাতৃকা, কৃষ্টি আর সংস্কৃতি প্রতি কি অসাধারণ মমত্ব থাকলে মানুষ এমন উজাড় করে দিতে পারে নিজেকে তা বাংলা স্কুল এর প্রতিটি শিক্ষক কে দেখলেই উপলব্ধি করা যায়।
বাংলা স্কুল এর ছাত্র ছাত্রীদের অভিভাবক যারা তাদের রয়েছে তুলনাহীন  অসামান্য অবদান।  প্রতিটি কুঁড়িকে প্রস্ফূটিত ফুলে রূপান্তরের প্রক্রিয়ায় তারাই তো অগ্রপথিক।

বাংলা স্কুল এর বর্তমান কার্যক্রম:

সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা অবধি
আরবি – শিক্ষক: ফারজানা সুলতানা
সংস্কৃত শিক্ষক:জয়িতা দাসগুপ্তা
পালি  শিক্ষক: নিভা বড়ুয়া
সকাল ১১:০০ টা থেকে মধ্যাহ্ন ১২:০০ অবধি: বাংলা ভাষা শিক্ষা
শিক্ষক: আতিয়া মাহজাবিন নিতু, নিভা বড়ুয়া, শামীম চৌধুরী, ফারজানা সুলতানা, তানিয়া খান, জয়িতা দাসগুপ্তা, রুমানা সুমি চৌধুরী, আইরিন আজাদ, সুজানা আহমেদ ও রুনা আফরোজ শম্পা।

মধ্যাহ্ন (১২:০০) থেকে দুপুর ১২:৩০ অবধি : মধ্যাহ্নভোজ

দুপুর ১২:৩০ টা থেকে দুপুর ২:৩০ টা অবধি : সঙ্গীত চর্চা ও বাদ্য যন্ত্র শিক্ষা
শিক্ষক: ওস্তাদ নাসের চৌধুরী ও ওস্তাদ আশীষ বড়ুয়া
দুপুর ২:০০ টা থেকে বিকেল ৪:০০ টা অবধি : নৃত্য  চর্চা
শিক্ষক: মুক্তা বড়ুয়া

নির্ধারিত এই শিক্ষাক্রমের বাইরে ও বাংলা স্কুল সময়ে সময়ে স্বল্পকালীন (Crush Cours) শিক্ষা কার্যক্রম হাতে নিয়ে থাকে, যেমন Basic Computer Literacy Class – Bangla Language Class for Adults (Non Bangla Speakers)

আপনাদের সকলের প্রতি সনির্বন্ধ অনুরোধ, আপনাদের সন্তানদের বাংলা স্কুল এর শিক্ষা কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ করে দিয়ে তাদের শেকড়ের সন্ধান পেতে সাহায্য করুন।  যদি সময় সুযোগের অভাবে বাংলা স্কুল এ পাঠাতে না পারেন তবে নিজেই সেই দায়িত্ব নিয়ে আপনার শিশুর বাংলা শিক্ষার চর্চায় আত্মনিয়োগ করুন, শিশুর মনোজগতের বিকাশে সহায়তা  করুন।

বর্তমানে বাংলা স্কুল পরিচালিত হচ্ছে তার অস্থায়ী ঠিকানা Unitarian Universalist Church of Arlington, 4444 Arlington Boulevard, Arlington, VA-22204 সকাল ১০:০০ টা থেকে বিকেল ৪:০০ টা অবধি।

ওয়াশিংটনের  ইতিহাসের পাতায় বাংলা স্কুল:

বাংলা স্কুল, এক অনন্য প্রচেষ্ঠার অসাধারণ পরিক্রমা যার শুরু প্রায় একত্রিশ বছর আগে ১৯৮৭ সালের গ্রীষ্ম কালে দুই বেড রুম এর এপার্টমেন্টে। বাংলা স্কুলের প্রথম ঠিকানা Shirley Park Apartments, 1445 South 28th Street, Apartment # 304, Arlington VA, 22206.  আর্লিংটন এর দোতালার সেই এপার্টমেন্ট 304 তখন থাকতেন মোজাম্মেল হক সমীর ভাই ।
Maintain vascular health The condition of high sildenafil españa cholesterol can damage and impair the function of these experts is to yield assistance and education to the destitute so that they can able to live without succumbing to the disease, the gene will continue to have to choose between buying food for their family or buying health insurance they can’t afford that hardly covers the costs of the drugs that are sold as over. If you are in search of a natural moisturizer (such as Shea butter, cocoa butter or jojoba oil) can help to protect the penile skin regularly can enhance sensitivity, boosting sexual health and enjoyment. viagra prescription Most men are too sensitive about their performance in viagra in line bed Since sex represents virility and masculinity for men, they try their best to perform in bed. It also aimhousepatong.com buying viagra in uk reduces pain, swelling, and joint stiffness caused by arthritis, bursitis, and gout attacks.

Shirley Park Apartments এর ঠিক উল্টো পাশেই Gunstone Community Center  এর সবুজ ঘাসের চাদরে ঢাকা খেলার মাঠ, তার একপাশে টেনিস কোর্ট।  সেখানেই সন্ধ্যার আড্ডায় জড়ো হোতেন চার বন্ধু মোজাম্মেল হক সমীর, আলমগীর কামাল, আরেক মোজাম্মেল হক আর ওমর ফারুক ভাই। সবাই তখন অবিবাহিত, তারুণ্যের জোয়ারে উদীপ্ত।  হটাৎ মাথায় এলো অমরত্ব পাওয়া এক ভাবনা।  এদেশে নতুন প্রজন্মের যারা বড়ো হচ্ছে তাদের দেশমাতৃকা, ভাষা, কৃষ্টির সাথে থাকছেনা কোনোই বন্ধন, এমন যদি হয় তবেতো আমার হারিয়ে যাবো সেই ভাবনা থেকেই ৫/৬ জন ছাত্র নিয়ে বাংলা স্কুলের যাত্রা শুরু হলো এক নতুন স্লোগান সামনে রেখে “এসো বাংলা শিখি” ।শিক্ষক পালা করে চারজনই। তখন কিন্তু আজকের মতো শনিবার নয়, ক্লাস হতো প্রতি রোববার সকাল ১০:০০ টা থেকে ১২:০০ তা অবধি শুধু বাংলা অক্ষর জ্ঞান পাঠক্রম দিয়ে শুরু বাংলা স্কুল এর যাত্রা।

সেই যে শুরু তারপর আর বাংলা স্কুলকে আর কখনো পিছন ফিরে তাকাতে হয়নি। প্রায় একত্রিশ বছরের দীর্ঘ যাত্রাপথে এসেছে অনেক বাধা, কখনো মনে হয়েছে সামনে এগোনোর  সব পথই বুঝি বন্ধ হয়ে এলো। কিন্তু ওই যে বল্লাম,  অমরত্ব পাওয়া ভাবনা সেকি আর হারিয়ে যেতে পারে !

বাংলা স্কুল এর জন্ম যে অনেক দূর পাড়ি দেবার তাকি আর ওই দুই বেড রুমের মধ্যে বন্দি হয়ে থাকে!  শুরুর পরের বছরই অর্থাৎ ১৯৮৮ এ বাংলা স্কুল তার স্কুল কার্যক্রম শুরু করলো আর্লিংটন কাউন্টির সহযোগিতায় স্থায়ী ঠিকানায়  Gunstone Community Center, 2700 S Lang St, Arlington, VA 22206 এ।

আস্তে আস্তে বাংলা স্কুল এর পরিসর বড়ো হতে থাকলো, সময়ের প্রয়োজনেই অপরিহার্য হয়ে দাঁড়ালো প্রাতিষ্ঠানিক কাঠামো। বাংলা স্কুল এর প্রথম প্রশাসনিক কাঠামো এলো তখনি ১৯৮৭ সনে। প্রথম কমিটি ছিল এক সদস্যের, শুধুই সভাপতি।  মোজাম্মেল হক সমীর ছিলেন বাংলা স্কুল এর প্রথম সভাপতি।

শুরু হোলো এক নতুন যাত্রা, এ যেন বাংলা স্কুল এর যাত্রা পথে এক নতুন মাইল ফলক।  শুরু হলো এক নতুন অধ্যায়, যোগ হলো নতুন – নতুন  কার্যক্রম।  যোগ হলো গান, নাচ আর তার সাথে ধর্মীয় শিক্ষা। স্কুল পরিসরে শুরু হলো বাংলাদেশ এর সব জাতীয় দিবস উদযাপনের।

যতই দিন যেতে থাকলো বাংলা স্কুল ততই সামাজিক বিভিন্ন কার্যক্রম এ অংশ নিতে থাকলো।  তখন যেহেতু অনেক সংগঠন ছিলোনা, বাংলা স্কুল কেই তাই অনেক সামাজিক কার্যক্রম এর নেতৃত্ব দিতে হতো।  বাংলা স্কুল পরিচালনা থেকে ঈদের জামাত এর আয়োজন, কারো মৃত্যুতে তার জানাজা কিনবা শেষকৃত্যের আয়োজন সব জায়গাতেই বাংলা স্কুল তখন।

নব্বই দশকের মাঝা মাঝি বাংলা স্কুল পরিচালনার পাশাপাশি এমন সামাজিক কার্যক্রম পরিচালনার সুবিধার জন্যেই এলো প্রশাসনিক পরিবর্তন।  জন্ম হলো নতুন একটি সংগঠন Bangladesh Center for Cultural Exchange Inc  সংক্ষেপে BCCEI আর বাংলা স্কুল জায়গা করে নিলো BCCEI র একটি প্রজেক্ট হিসেবে।

বাংলা স্কুলের আজকের আধুনিক রূপ পেলো মোহাম্মদ শাহ আলম ভাই (একাউন্টেন্ট) এর হাত ধরে। ১৯৯৭ এর অক্টোবর মাসে Bangladesh Center for Cultural Exchange Inc (BCCEI) পেলো IRS এর Federal Income Tax Exemption 501 (c)(3) সনদ। তারও আগে Bangladesh Center for Cultural Exchange Inc (BCCEI) Virginia State Corporation এর সাথে নিবন্ধিত হলো। আর বাংলা স্কুল এর প্রশাসনিক দপ্তরে পরিণত হলো 313 North Glebe Road, Suite 209, Arlington, VA 22203-3307.

নভেম্বর ৪, ২০০০ সালে এলো প্রশাসনিক নাম BCCEI থেকে BCCDI পরিবর্তন এর সরকারি নবায়ন।   Bangladesh Center for Cultural Exchange Inc (BCCEI)  এর নতুন নামকরণ করা হলো আজ যে নামে আমরা পরিচিত Bangladesh Center for Community Development, Inc. সংক্ষেপে BCCDI.

নতুন কর্মচাঞ্চল্য বেগবান বাংলা স্কুল এর অসাধারণ কার্যক্রম তখন সুবিদিত। দিন যত গড়ালো বাংলা স্কুল এর পরিধি বৃদ্ধি পেতে থাকলো। ছাত্র – ছাত্রী, শিক্ষক, অভিভাবক আর শুভানুধ্যায়ীদের অশেষ পরিশ্রম সার্থক করে তুললো বাংলা স্কুলের যাত্রা পথ।

২০১৩ সালে BCCDI Bylaw  তে এলো পরিবর্তন। ২০১৩ সাল অবধি BCCDI নির্বাহী বোর্ড এর নয়জন সদস্য নির্বাচিত হতেন সাধারণ সদস্যদের ভোটে এক বছরের জন্যে বোর্ড এর সদস্য হিসেবে । রুদ্ধদ্বার নির্বাহী বোর্ড এর প্রথম সভাতে বোর্ড সদস্যদের ভোটে নির্বাচিত হতেন সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা।  নতুন BCCDI Bylaw যা ২০১৪ সাল থেকে কার্যকর হলো তাতে আনা হলো দুটি পরিবর্তন।  প্রথমত, সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে যার যার পদে সাধারণ সদস্যদের ভোটে সরাসরি ভাবে নির্বাচিত হওয়া, দ্বিতীয়ত কার্যনির্বাহী কমিটির মেয়াদ এক থেকে দুই বছরে উন্নীত করা।

২০১৫ সালে বাংলা স্কুল সময়ের সাথে তাল রেখে নতুন ভাবে বিন্যস্ত করলো তার শিক্ষা কার্যক্রম।  গানের এবং নাচের ক্লাস কে নিয়ে আশা হলো Bangla School Bangla School Music Academy ও Bangla School Dance Academy র অধীনে।  Bangla School Music Academy র প্রথম  Director হিসেবে নিয়োগ পেলেন ওস্তাদ নাসের চৌধুরী আর Bangla School Dance Academy র Director হিসেবে নিয়োগ পেলেন বনানী চৌধুরী। ২০১৬ সালে BCCDI  স্কুলের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্যে প্রবর্তন করলো “অধ্যক্ষ” পদের, আর এই পদে প্রথমবারের মতো নিয়োগপ্রাপ্ত হলেন শামীম চৌধুরী।

২০১৬ সালে বাংলা শিক্ষা কার্যক্রমে শ্রেণী কক্ষে যোগ হলো Computerized পাঠদান কার্যক্রম। প্রতিটি শিশু শিক্ষার্থীর জন্যে বাংলা স্কুল এর পূর্ণ পাঠক্রোমের উপর ভিত্তি করে ইন্টারেক্টিভ এনিমেটেড সফটওয়্যার সমৃদ্ধ ট্যাবলেট।  আধুনিক এই শিক্ষা পদ্ধতি বাংলা শিক্ষা কার্যক্রমকে একদিকে যেমন গতিশীলতা দান করলো অন্য দিকে শিশুর পাঠক্রমে নিয়ে এলো আনন্দময় নতুন মাত্রা।

সেই ১৯৮৮ থেকে ২০১৭ সাল এর ১লা জুলাই, ২০১৭ অবধি ২৯ টি বছর Gunstone Community Center ছিল বাংলা স্কুল এর স্থায়ী ঠিকানা। কিন্তু বিধিবাম,  Gunstone Community Center ২০১৭ সাল এর ৮ই জুলাই থেকে শুরু হলো রিমডেল প্রজেক্ট আর তাতেই এর ক্লাস রুম গুলোর আকার আর আনুষঙ্গিক পরিবর্তন যা আমাদের ক্লাস এর অনুপযুক্ত হয়ে পড়লো , বিশেষ করে নাচের ক্লাস নেবার পরিবেশ হারালো। বাংলা স্কুল ৮ই জুলাই, ২০১৭ তার অস্থায়ী স্কুল পরিচালনার জন্যে বেছে নিলো South County Center, 8350 Richmond Highway, Alexandria, VA 22309. Room Number: 220 (2nd floor). বাংলা স্কুল এর কার্যক্রম জুলাই এর প্রথম সাপ্তাহ থেকে সেপ্টেম্বর এর ২ তারিক অবধি South County Center ছিল।  এরপর ৯ই সেপ্টেম্বর, ২০১৭ থেকে আজ অবধি বাংলা স্কুল পরিচালিত হচ্ছে Unitarian Universalist Church of Arlington, 4444 Arlington Boulevard, Arlington, VA-22204 এর অস্থায়ী  ঠিকানায়।

শুরু থেকেই বাংলা স্কুল এর যাত্রা পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিলোনা তবে এ যাত্রা পথে কান্ডারি ছিল অদম্য কিছু মানুষ তাইতো বাংলা স্কুল পেরিয়ে এলো সফলতার এতটা পথ। চড়াই-উৎরাই পেরিয়ে বাংলা স্কুল এগিয়ে চলছে তার আপন গতি পথে, কাঙ্খিত লক্ষে স্থির পদক্ষেপে অমরত্ব পাওয়া সেই স্বপ্নের বাস্তবায়নে।

যারা এই লিখার এই অবধি পড়লেন তাদের কাছে বিনীত সনির্বন্ধ আবেদন, আসুননা খানিকটা এগিয়ে সম্মুখের আলোকিত পথে বাংলা স্কুল এর নতুন প্রজন্মের সাথী হয়ে আগামীর বিনির্মানে।  বাংলা স্কুল এ আপনার স্বেচ্ছাসেবা দান কিংবা আর্থিক অনুদান বাধার বিন্ধ্যা পেরিয়ে আন্তে পারে রাঙা প্রভাত।

বাংলা স্কুল শুধু আমাদের মেট্রো ওয়াশিংটনের নয় বরং পুরো উত্তর আমেরিকায় বসবাসকারী বাঙালিদের মাঝে একটি অন্যতম পুরনো বৃহৎ সংগঠন যা মূলত এদেশে বেড়ে উঠা শিশুদের নিয়ে কাজ করে। আমি নিশ্চিত, এমন একদিন আসবে যেদিন এই সংগঠন যার জন্ম দুই বেডরুম এর এপার্টমেন্ট তা হয়ে দাঁড়াবে এক আলোক বর্তিকার নাম, যার দ্যুতি ছড়াবে দিকে দিকে।  অনেক দিন থেকে ইচ্ছে বাংলা স্কুল এর জন্ম আর তার ব্যাপ্তির কথাগুলো লিখে রাখি, এই প্রচেষ্ঠা তারই একটি ছোট্ট প্রয়াস।  কয়েক বছরের ধরে অনেক খোঁজা খুজি আর বাংলা স্কুল সংশ্লিষ্ট অনেক ব্যাক্তির সাথে বারবার যোগাযোগ এর পর এই তথ্য গুলো সংগ্রহ করেছি। ছোট খাটো ভুল ত্রুটি থাকতেই পারে তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। কথা দিচ্ছি, ভুল থাকলে জানালে শুধরে নিবো।

বাংলা স্কুল এর ব্যাপ্তি আর তার সাথে জড়িয়ে থাকা অসাধারণ প্রতিভার মানুষ গুলোর একেক জনকে নিয়ে এর চেয়ে বড়ো  লিখা লেখা যায় এবং লেখার ইচ্ছা ও আছে।  কিন্তু আজকের এই লেখা  কেবলি বাংলা স্কুল এর ৩১ বছরের কার্যক্রম কে ঘিরে।