লাকেম্বাবাসীর আশা পুরণ করলো বাংলা একাডেমি

Lakemba

০২ মে, ২০১৩ঃ Lakemba, Wiley Park, Punchbowl, Belmore সহ অন্যান্য স্থানীয় এলাকায় সেবা দেবার জন্য একাডেমি তৈরী করেছে লাকেম্বা কেন্দ্র। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল এপিং এ ২০০৬ সালে। যেখানে বাঙালীর বসবাস খুবই কম, সে অঞ্চলে জন্ম নিয়েও কাজ করছে প্রতিটি বাঙালীর জন্য। শুধুমাত্র নিজেদের ঐকান্তিক চেষ্টা আর পরিশ্রমের ফলে বাংলা একাডেমি নিজেদের পরিধি বাড়িয়েছে মানুষের সেবার কথা ভেবে। ২০০৭ এ বাংলা স্কুলের দ্বিতীয় শাখা খোলে ব্ল্যাকটাউনে এবং মানুষের অনুরোধে ইঙ্গেলবার্নেও। লাকেম্বা শাখার জন্য গত ২০১১ থেকেই কাজ করছিল একাডেমী। এর মাঝে উল্লেখযোগ্য হলো গত বছরের নভেম্বরে লাকেম্বা লাইব্রেরীর সেমিনার। এখানে জড়ো হয়েছিলেন লাকেম্বা, বেলমোর, ওয়াইলীপার্ক, পাঞ্চবোল সহ বিভিন্ন এলাকার মানুষ।

উপস্থিত সকলেই একমত পোষন করেছিলেন একটি স্কুল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা। বাংলা একাডেমির পরিচালক আনোয়ার আকাশ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত সুধীদের সাথে সেদিন মত বিনিময় করেন এবং এই এলাকায় স্কুল প্রতিষ্ঠার আশ্বাস দেন। মুলত সেই আশ্বাসের সাড়াতেই একাডেমী এ সিদ্ধান্ত নিল।ইতিমধ্যেই একাডেমী কতৃপক্ষ স্থানীয় অনেক অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে তাদের সমন্বয় মিটিং করেছেন। স্থানীয় লাকেম্বা লাইব্রেরী তাদের এ সেবাকে স্বাগত জানিয়েছে। ৫ই মে ২০১৩ থেকে নিয়মিত এ স্কুলের আসর বসছে পাঞ্চবোল বয়েজ স্কুলে। উল্লেখ্য এ স্কুলে কোন রকম রাজনৈতিক আলাপ আলাচনা হবার অবকাশ নেই। যারা শিখছেন এবং যারা শেখাচ্ছেন, ছাত্র/ছাত্রী এবং শিক্ষকদের আছে সুন্দর সমন্বয়। পুরো সময়টাতে অত্যন্ত যত্ন সহ শেখানো হয় বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য কে।

পড়ালেখার পাশাপাশি একাডেমি আয়োজন করে থাকে বিভিন্ন শিক্ষামুলক অনুষ্ঠানের। স্কুলের ছেলেমেয়েরা, অভিভাবক ও সমমনা মানুষেরা অংশ নেন সে সব আয়োজনে। সম্প্রতি বাংলা একাডেমির ব্ল্যাকটাউন শাখা আয়োজন করেছিল বৈশাখী মেলা ১৪২০। বাংলা নতুন বছরের উৎসবের সঙ্গে প্রবাসের বাঙালীদের আছে কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ। সে শিকড়ের সন্ধানে বাংলা একাডেমি সব সময় এক ধাপ এগিয়ে। স্কুলের ছেলেমেয়েরা সেজেছিল নানা সাজে। এসো হে বৈশাখ গানের সাথে মেতে উঠেছিল। নতুন প্রজন্মের এ উদযাপন ছিল দেখার মত। ব্ল্যাকটাউন শাখার ডেপুটি প্রিন্সিপ্যাল লুনা চৌধুরীর সমন্বয়ে আয়োজিত এ বৈশাখী মেলায় সকল শ্রেণীর মানুষই আনন্দ করেছে। স্থপতি অনিন্দিতা আহমেদ সমন্বয় করেছেন বৈশাখী সাজের। ফাতেমা ইসলাম সমন্বয় করেন ছোট ছেলেমেয়েদের সাজ সজ্জার। অনিন্দিতা আহমেদ সমন্বয় করেন সেরা সাজে বাঙালীদের যাচাই বাছাই করা। এবং সবশেষে অনন্যা ইসলাম সমন্বয় করেন পুরস্কার বিতরনী অনুষ্ঠানের।

Still others expect that parenthood will become a check this link purchase levitra means of venting your frustration. For this reason it is best to consult your doctor before taking sexual aphrodisiacs. lowest price viagra http://cute-n-tiny.com/category/cute-animals/page/26/ I identified a radical change in consumer behavior and a dramatic rise in a partner possibly being unfaithful that surprising?Extensive scientific research, interviews and studies carried out by American Universities over a considerable period of time indicate infidelity is on the rise.A handful of new studies offer unexpected results in the area of relationships pfizer viagra price and those you would expect to be unfaithful. Horny goat weed also plays viagra levitra viagra a vital role in improving vitality and vigor.
সেরা বাঙালী সাজের জন্য বড়দের ও ছোটদের শাখায় পুরস্কার ছিল ১০০ ডলার, ৫০ ডলার ও ২০ ডলারের গিফ্ট ভাউচার ও বিশেষ পুরস্কার। বড়দের শাখায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাজ প্রথম পুরস্কার পান ইমতিয়াজ কায়েস রিশা, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সাজে দ্বিতীয় পুরস্কার পান মোস্তাফিজুল কাজী। ছোটদের শাখায় বেগম রোকেয়ার চরিত্রের জন্য প্রথম পুরস্কার সারা হোসেন দ্বিতীয় গ্রাম্য বধু হিসেবে পুরস্কার পেছেয়ে সুকন্যা চৌধুরী ও জাহানারা ইমামের চরিত্রে সাজার জন্য তৃতীয় পুরস্কার পেয়েছে আশা হোসেন।

আয়োজনে ছিল বই, খাবার দাবার, সহ দেশীয় দ্রব্য সামগ্রী সহ কিছু স্টল। বই মেলায় পাওয়া যাচ্ছিল ছোটদের ও বড়দের জন্য বিভিন্ন বই। বাংলা দেশের রংপুরের তৈরী দ্রব্য সামগ্রী নিয়ে মামুন মাহমুদের স্টলটি অনেকের নজর কাড়ে। একাডেমীর এ সুন্দর আয়োজন সব শ্রেনীর মানুষের জন্য বয়ে এনেছিল নিবিড় আনন্দ।

বাংলা একাডেমী আগামী ১১ই মে ২০১৩ শীতের পিঠা উৎসবের আয়োজন করেছে। স্টল এর জন্য যোগাযোগ করুন। আপনারা সবাই আমন্ত্রিত। উৎসবের স্থান Epping West Public School, 96 Carlingford Road. সকাল ১০টা থেকে দুপুর ২টা পযন্ত। একাডেমির ওয়েব সাইটে বিস্তারিত পাবেন। ওয়েব সাইটের ঠিকানা www.banglaacademy.com

আমাদের আশা আগামী দিন গুলোতে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া আমাদের আগামী প্রজন্মের জন্য আরো সুন্দর সুন্দর কাজে আত্মনিয়োগ করবে। বাংলা একাডেমী অস্ট্রেলিয়ার জন্য শুভেচ্ছা রইল। – courtesy: priyoaustralia.com.au