বাংলা ভাষা এবং শিক্ষার উন্নয়ন কল্পে বাংলা একাডেমি এক নূতন প্রকল্পের সূচনা করেছে। এ প্রকল্পের আওতায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ছাড়াও বিশ্বের যে কোন দেশ অংশ নিতে পারবে। যে সব এলাকায় স্কুল নেই বা অনুন্নত স্কুল আছে অথচ তারা স্কুলের কার্যক্রমকে এগিয়ে নিতে চান তাদের জন্যই মূলত এ প্রদক্ষেপের সূচনা। বাংলা একাডেমি অস্ট্রেলিয়া বিশ্বাস করে একমাত্র শিক্ষার মাধ্যমেই একজন মানুষ এবং সেই মানুষের পারিপার্শ্বিক অবস্থা এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব।

এ প্রকল্পে যুক্ত হতে চাইলে একাডেমির পরিচালক বরাবর আবেদন করা আবশ্যক। আগ্রহী স্কুলের জন্য বাংলা একাডেমি অস্ট্রেলিয়া বিভিন্ন সময়ে স্কুল পরিদর্শন করে এবং স্কুল গুলোর সমস্যা থাকলে স্কুল কর্তৃপক্ষ তা একাডেমি কর্তৃপক্ষকে অবহিত করেন। দুইপক্ষের যৌথ উদ্যোগে এমন একটি প্রকপ্ল এগিয়ে যেতে পারে। যেখানে স্কুলের বিধিবদ্ধ শিক্ষার পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় এগিয়ে যেতে পারবে।

এ প্রকপ্লের আওতায় স্কুল কর্তৃপক্ষ আমন্ত্রিত শিক্ষক/প্রশিক্ষকের নিরাপত্তা, এবং যাবতীয় সুবিধা এবং ব্যয়ভার নির্বাহ করবেন। আমন্ত্রিত শিক্ষক/প্রশিক্ষক স্কুলের সার্বিক উন্নয়নের জন্য যথাসম্ভব উন্নয়ন কার্যক্রম হাতে নেবে এবং স্কুল, শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের উন্নয়ন কল্পে কাজ করবেন। নিজ নিজ শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বিষয়টি যাতে সুচারুরূপে এগিয়ে যায় দুই পক্ষই এ বিষয়ে লক্ষ্য রাখবেন।

এ প্রকল্পে কাজ করতে আগ্রহী হলে আবেদন করতে পারেন। এই লিঙ্কে গিয়ে আবেদন করুন এবং আপনার পূর্ণ জীবনবৃত্তান্ত একাডেমির ইমেইল ঠিকানায় পাঠিয়ে দিন।
It is devastating for women and tadalafil in india other men alike. Kamagra eases and levitra 20mg australia smoothens the erection of the man and when the flow of blood is proper only then the man will be able to have a baby. When you buy Silagra online, be informed about the generic version and its efficacy. devensec.com 50mg sildenafil generic What is the importance of herbal viagra free, male enhancement pills can really help you improve your sexual craving.

প্রকল্প পরিচালক
স্কুল নির্মাণ / পুনর্নির্মাণ
বাংলা একাডেমি অস্ট্রেলিয়া