বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে
ইউরোপে বাংলা ভাষা সংস্কৃতির স্কুল/প্রতিষ্ঠানে মত বিনিময় কর্মসূচি।

SigtunaSweden
Bangla lesson & certificate distribution at the Sätuna School students, with school teacher Mr. Sujaul Karim and Mr. Anwar Akash, Director, Bangla Academy Australia | Stockholm, Sweden

গত একযুগের বেশী সময় ধরে অস্ট্রেলিয়া মহাদেশে বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে কাজ করছে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া। এ কার্যক্রমের সাথে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাবিদ প্রফেসর আনিসুজ্জামান। পরিচালক আনোয়ার আকাশের পরিচালনায় প্রতিষ্ঠানটি ইতিমধ্যে অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ভাষার স্কুল পরিচালনা, বাঙ্গালি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। এবারে একাডেমি এ কাজের সাথে যুক্ত করছে ইউরোপের দেশগুলোকে।
Some stores also ship these medicines for free to your door steps and all your get viagra prescription information is kept confidential. Now, this is easily available at local buy generic levitra http://cute-n-tiny.com/page/24/ and online medical stores. You are likely to experience elevated blood pressure, arthritis, back pain, sexual weakness, low generic viagra from india libido and erectile dysfunction. Thus one capsule of cheap viagra australia cute-n-tiny.com 100mg is standard dosage suggested by doctor, before 45 mins of sexual act.

আগামী ৮ই নভেম্বর জার্মানিতে অবতরণের মাধ্যমে শুরু হবে মাস ব্যাপী ইউরোপের দেশগুলোতে এ কার্যক্রম। ক্রমান্বয়ে চলবে নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইটালি, হাঙ্গেরি, অস্ট্রিয়া, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ডসহ বেশ কিছু দেশে। বাংলাভাষার স্কুলগুলো এবং ইউরোপের লেখক, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের সাথে মত বিনিময় এবং আলোচনা শুরু করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। সংগীত, আবৃত্তি, নাটক, চিত্রকলার যে কোন অধ্যায় হতে পারে যোগাযোগের মাধ্যম। বাংলা ভাষাকে এগিয়ে নিতে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগকে স্বাগত জানায় বাংলা বাংলা একাডেমি অস্ট্রেলিয়া।

আগ্রহীদের ব্যক্তি/প্রতিষ্ঠানকে বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার সাথে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।